বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন সানি দেওল। গুরুদাসপুরে বিদায়ী বিজেপি সাংসদ সানি দেওলের জায়গায় এবার প্রার্থী হচ্ছেন দীনেশ সিং বাব্বু। এছাড়াও দিল্লির বদলে বিজেপির বিদায়ী সাংসদ হংস রাজ হংস এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঞ্জাবের ফরিদকোট থেকে।
গতকাল বিজেপির অষ্টম প্রার্থী তালিকায় মোট ১১ জন প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গের ২ কেন্দ্র, পাঞ্জাবের ৬ কেন্দ্র এবং ওড়িশার ৩ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই প্রার্থী তালিকায় অধিকাংশ ক্ষেত্রে দলত্যাগ করে বিজেপিতে যোগদানকারীদের ওপরেই আস্থা রেখেছে দলীয় নেতৃত্ব।
গতকাল পশ্চিমবঙ্গে যে দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষিত হয়েছে তার মধ্যে আছে ঝাড়গ্রাম ও বীরভূম। ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রণত টুডু এবং বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাশীষ ধর।
ওড়িশার কটক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন ভরতুহরি মহতাব। সম্প্রতি তিনি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এছাড়াও কন্ধমাল কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত কুমার পাণিগ্রাহী এবং জাজপুর কেন্দ্রে প্রার্থী রবীন্দ্র নারায়ণ বেহেরা।
পাঞ্জাবে অতি সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপি যোগ দেওয়া রভনীত সিং বিট্টুকে প্রার্থী করেছে বিজেপি। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন লুধিয়ানা থেকে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর স্ত্রী প্রীনীত কাউর প্রার্থী হচ্ছেন পাতিয়ালা কেন্দ্র থেকে। অমৃতসর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন আমলা তরণজিত সিং সান্ধু। প্রাক্তন আপ নেতা এবং জলন্ধরের বিদায়ী সাংসদ সুশীল কুমার রিঙ্কু এবার বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁর কেন্দ্র জলন্ধর থেকেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন