Lok Sabha Polls 24: অভিনয়ের পাশাপাশি শাসকদলের যুবনেত্রী, জানেন সায়নী ঘোষের মোট সম্পত্তির পরিমাণ?

People's Reporter: সায়নীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৮০ লক্ষ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৯ লক্ষ ২৫ হাজার ৪৬২ টাকা। জমা দেওয়া হলফনামা অনুযায়ী সায়নীর ঋণ রয়েছে ৬২ লক্ষ ৬৪ হাজার টাকা।
সায়নী ঘোষ
সায়নী ঘোষছবি - সায়নী ঘোষের ফেসবুক পেজ
Published on

অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দাপিয়ে বেড়াচ্ছেন। রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদেও। একুশের বিধানসভাতে আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থীও হয়েছিলেন তিনি। তবে জিততে পারেননি। এবার তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। গত ৯ মে নিজের মনোনয়ন পত্র জমা দেন তিনি। নির্বাচনী হলফনামা অনুযায়ী, কত সম্পত্তির মালিক সায়নী ঘোষ?

হলফনামা অনুযায়ী, ২০১৮-’১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৫৬ হাজার টাকা, ২০১৯-’২০ অর্থবর্ষে ৩ লক্ষ ৭৮ হাজার ৩৮০ টাকা, ২০২০-’২১ অর্থবর্ষে ২ লক্ষ ৪০ হাজার ৪৬০ টাকা, ২০২১-’২২ অর্থবর্ষে ৩ লক্ষ ৫৯ হাজার ১৬০ টাকা এবং ২০২২-’২৩ অর্থবর্ষে ৪ লক্ষ ৭১ হাজার ৪৯০ টাকা। 

নির্বাচনী হলফনামা অনুযায়ী, বর্তমানে সায়নীর হাতে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা রয়েছে। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৯ লক্ষ ২৫ হাজার ৪৬২ টাকা। জমা দেওয়া হলফনামা অনুযায়ী সায়নীর ঋণ রয়েছে ৬২ লক্ষ ৬৪ হাজার টাকা। অভিনেত্রীর কাছে সোনা রয়েছে মাত্র ৫৮ হাজার ৫০০ টাকার। সায়নীর কাছে একটি Honda Jazz গাড়ি রয়েছে, যার দাম ৬ লক্ষ ৭৭ হাজার ৬৩৯ টাকা।

সায়নীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৮০ লক্ষ টাকা। গল্ফ গ্রিনে ১২৫০ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে সায়নীর, তার সঙ্গে রয়েছে পার্কিংও। ২০২০ সালে ওই ফ্ল্যাট কেনেন তিনি। সেই সময় ফ্ল্যাটটির দাম পড়েছিল ৮০ লক্ষ টাকা, বর্তমান বাজারমূল্য ৬২ লক্ষ ৬৪ হাজার টাকা। ফ্ল্যাট কিনতে মায়ের সঙ্গে যৌথ ভাবে গৃহঋণ নিয়েছিলেন সায়নী। মোট ৬০ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকার গৃহঋণ নেন, যার মধ্যে এখনও ৫৯ লক্ষ ৮৫ হাজার ৭১০ টাকা শোধ করা বাকি।

হলফনামায় সায়নী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একটি অপরাধ মামলা চলছে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, হুমকি এবং খুনের চেষ্টায় তাঁর বিরুদ্ধে ১৫৩, ১৫৩-এ, ৫০৬, ৩০৭ এবং ১২০-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সায়নী ঘোষ
প্রিসাইডিংয়ের সামনেই দেদার ছাপ্পা তৃণমূল এজেন্টের! সালারে কংগ্রেসের অভিযোগে সরানো হলো অফিসারকে
সায়নী ঘোষ
Lok Sabha Polls 24: ইন্দোরে NOTA বনাম BJP'র লড়াই! কেন এই অদ্ভুত আবেদন মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতির?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in