Lok Sabha Polls 24: রাত পোহালেই প্রথম দফার ভোটে রাজ্যের ৩ কেন্দ্র সহ দেশের ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ

People's Reporter: আগামীকাল রাজ্যের যে ৩ কেন্দ্রে ভোট গত নির্বাচনের ফলাফলে এই তিন কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। যদিও এবারের নির্বাচনে এই তিন আসন বিজেপি দখলে রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
Lok Sabha Polls 24: রাত পোহালেই প্রথম দফার ভোটে রাজ্যের ৩ কেন্দ্র সহ দেশের ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ
ছবি - প্রতীকী
Published on

আগামীকাল শুক্রবার ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিনই রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রের জন্য ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা। রাজ্যের এই তিন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ৩৭ জন প্রার্থী।

কোচবিহার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী।

আলিপুরদুয়ার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৭২ হাজার ৮৭৭ জন। এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১১।

জলপাইগুড়ি কেন্দ্রের মোট ভোটার ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৫০ জন ৷ এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১২।

আগামীকাল রাজ্যের যে তিন কেন্দ্রে ভোটগ্রহণ হবে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল অনুসারে এই তিন কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। যদিও এবারের নির্বাচনে এই তিনটি আসনই বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। বিশেষ করে জলপাইগুড়ি কেন্দ্রে তরুণ সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মণ অন্য দুই প্রতিদ্বন্দ্বীকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বলেই রাজনৈতিক মহলের অভিমত।

তিন কেন্দ্রের মধ্যে কোচবিহার কেন্দ্রে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ অধিকারী। এই কেন্দ্রের অধিকাংশ অঞ্চলই সংবেদনশীল। অতীতেও এই কেন্দ্রে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। এবারে হিংসার ঘটনা রুখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

কোচবিহারে, বিজেপির নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়।

শুক্রবার এই কেন্দ্রে সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সর্বাধিক বাহিনী মোতায়েন করেছে। এই নির্বাচনী এলাকায় ১১২ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

জলপাইগুড়িতে বিজেপি বর্তমান লোকসভা সদস্য জয়ন্ত কুমার রায়কে পুনরায় মনোনীত করেছে, যিনি তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক নির্মল চন্দ্র রায় এবং সিপিআই(এম) এর যুব নেতা দেবরাজ বর্মনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জলপাইগুড়িতে CAPF-এর ৭৫ কোম্পানি মোতায়েন থাকবে।

আলিপুরদুয়ারে, বিজেপি তার বর্তমান লোকসভা সদস্যের বদলে মনোজ টিগ্গাকে মনোনয়ন দিয়েছে। যিনি বর্তমানে দলের বিধায়ক হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধানসভা দলের প্রধান হুইপও। তৃণমূল কংগ্রেস দলের বর্তমান রাজ্যসভার সদস্য প্রকাশ চিক বারাইককে প্রার্থী করেছে। বিপ্লবী সমাজতান্ত্রিক দলের (আরএসপি) মিলি ওরাওঁ ভোটের ময়দানে রয়েছেন। শুক্রবারে আলিপুরদুয়ারে CAPF-এর মোট ৬৩ টি কোম্পানি মোতায়েন করা হয়েছে।

CAPF-এর ২৫০ কোম্পানি ছাড়াও, এই তিনটি লোকসভা কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন (ECI) দ্বারা মোট ১০ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ১৯ এপ্রিল প্রথম দফায় যে তিন লোকসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে কোচবিহারের ২০৪৩টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ১৯৬, আলিপুরদুয়ার লোকসভার ১৮৬৭টির মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ির ১৯০৪টি নির্বাচনকেন্দ্রের মধ্যে ৩৯১টি বুথ সংবেদনশীল।

পশ্চিমবঙ্গ সহ আগামীকাল মোট ২১ রাজ্যের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। মোট প্রার্থীর সংখ্যা ১,৬২৫। উল্লেখযোগ্যভাবে আগামীকাল যে ১০২ কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হবে তার মধ্যে ৪২ কেন্দ্রের ৩ অথবা ৪ জন প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক ঘটনার অভিযোগ আছে। এডিআর-এর তথ্য অনুসারে প্রার্থীদের মধ্যে ২৫২ জনের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ এবং ১৬১ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগ আছে।

প্রার্থীদের মধ্যে ৭জন প্রার্থীর বিরুদ্ধে খুনের অভিযোগ এবং ১৯ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আছে। এছাড়াও ১৮ জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে। ১ জন প্রার্থী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। এছাড়াও ৩৫ জন প্রার্থীর বিরুদ্ধে ঘৃণাসূচক ভাষণ দেবার অভিযোগ আছে।

Lok Sabha Polls 24: রাত পোহালেই প্রথম দফার ভোটে রাজ্যের ৩ কেন্দ্র সহ দেশের ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ
Supreme Court: নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে হবে - VVPAT মামলায় কমিশনকে নির্দেশ শীর্ষ আদালতের
Lok Sabha Polls 24: রাত পোহালেই প্রথম দফার ভোটে রাজ্যের ৩ কেন্দ্র সহ দেশের ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ
Lok Sabha Polls 24: লন্ডন-দুবাইতে বাড়ি, একাধিক দামি গাড়ি - ১৪০০ কোটির সম্পত্তি বিজেপির এই প্রার্থীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in