আগামী ৭ মে অনুষ্ঠিত হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ। তৃতীয় পর্বে ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লড়াইয়ের ময়দানে আছেন ১৩৫১ জন প্রার্থী। এই পর্যায়ে ভোটগ্রহণ হবে ৯৫টি কেন্দ্রে। এই পর্যায়ে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২২ এপ্রিল, ২০২৪।
তৃতীয় পর্বে যে ৯৫টি আসনে ভোটগ্রহণ হবে সেই সব আসনের জন্য মোট মনোনয়ন জমা পড়েছিল ২,৯৬৩টি। মনোনয়ন পত্র পরীক্ষার পর বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ১৫৬৩ এবং প্রার্থীপদ প্রত্যাহারের পর নির্বাচনী লড়াইয়ের ময়দানে আছেন ১৩৫১ জন প্রার্থী।
এই পর্বের জন্য সবথেকে বেশি মনোনয়ন জমা পড়েছে গুজরাট থেকে। ২৬ আসনের জন্য সেখানে মনোনয়ন জমা পড়েছে ৬৫৮টি। এরপরেই তালিকায় আছে মহারাষ্ট্র। যেখানে ১১ আসনের জন্য মনোনয়ন জমা পড়েছে ৫১৯টি। যার মধ্যে মহারাষ্ট্রের ওসমানাবাদ কেন্দ্রে প্রার্থী সংখ্যা ৭৭। ছত্তিশগড়ের বিলাসপুর কেন্দ্রে প্রার্থী সংখ্যা ৬৮।
মধ্যপ্রদেশের বেতুল (তফশিলি উপজাতি) কেন্দ্রে এই পর্বে ভোটগ্রহণ করা হবে। যে কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের কথা থাকলেও এক বিএসপি প্রার্থীর মৃত্যুতে সেই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। এই কেন্দ্রে প্রার্থী আছেন ৮ জন। এছাড়াও সুরাত কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যদিও তাঁকে জয়ী ঘোষণা করায় প্রশ্ন উঠেছে কীভাবে নোটা থাকা সত্ত্বেও ভোটগ্রহণ না করে কীভাবে তাঁকে জয়ী ঘোষণা করা হল?
পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ৪টি আসনে ভোটগ্রহণ করা হবে। যার মধ্যে আছে - মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গীপুর ও মুর্শিদাবাদ। উল্লেখ্য মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে –
আসাম – ৪ (মনোনয়ন জমা – ১২৬)
বিহার – ৫ (মনোনয়ন জমা – ১৪১)
ছত্তিশগড় – ৭ (মনোনয়ন জমা – ৩১৯)
দাদরা ও নগর হাভেলি – ২ (মনোনয়ন জমা – ২৮)
গোয়া – ২ (মনোনয়ন জমা – ৩৩)
গুজরাট – ২৬ (মনোনয়ন জমা – ৬৫৮)
জম্মু ও কাশ্মীর – ১ (মনোনয়ন জমা – ২৮)
কর্ণাটক – ১৪ (মনোনয়ন জমা – ৫০৩)
মধ্যপ্রদেশ – ৯ (মনোনয়ন জমা – ২৩৬)
মহারাষ্ট্র – ১১ (মনোনয়ন জমা – ৫১৯)
উত্তরপ্রদেশ – ১০ (মনোনয়ন জমা – ২৭১)
পশ্চিমবঙ্গ – ৪ (মনোনয়ন জমা – ১০১)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন