বৃহস্পতিবার ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহ জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরে তাঁর দল একক শক্তিতে লড়াই করতে আগ্রহী। কার্যত ইন্ডিয়া মঞ্চ ছাড়ার বার্তা দিয়েছিলেন তিনি। যদিও তার কয়েকঘণ্টার মধ্যেই সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন ন্যাশনাল কনফারেন্সের আরেক নেতা তথা ফারুক পুত্র ওমর আবদুল্লাহ।
এদিন বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা ইন্ডিয়া মঞ্চের অংশ এবং আমরা ইন্ডিয়া মঞ্চেই আছি।” ওমর আবদুল্লাহর এই বক্তব্যকে ড্যামেজ কন্ট্রোল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
এদিন ওমর আরও বলেন, ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ দলের কিছু সমর্থকের মতামত জানাতে চেয়েছিলেন। কারণ পার্টি কর্মীরা কখনোই জোট বেঁধে নির্বাচনে লড়াই করার পক্ষপাতী নয়। পার্টি কর্মীদের বক্তব্য, যখনই জোট গড়ে নির্বাচনে লড়াই করা হয় তখনই ন্যাশনাল কনফারেন্সকে তার ফল ভুগতে হয়।
এরপরেই ওমর বলেন, ন্যাশনাল কনফারেন্স একক শক্তিতেই নির্বাচনে লড়াই করতে পারে। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ অন্য। কোনও বড়ো লক্ষ্যের জন্য কখনও কখনও ছোটো ছোটো ত্যাগ স্বীকার করে নিতে হয়।
ওমর বলেন, যদি জম্মু, উধমপুর এবং লাদাখে বিজেপি আটকানোই আমাদের লক্ষ্য হয় সেক্ষেত্রে আমাদের এই ত্যাগ স্বীকার করতেই হবে। আমাদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা হয়ে গেছে। ইন্ডিয়া মঞ্চের মূল লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা। আমরা সেই লক্ষ্যে অবিচল। দুই নৌকায় পা দিয়ে ন্যাশনাল কনফারেন্স চলবে না।
এর আগে ফারুক আবদুল্লাহ জানিয়েছিলেন, "যদি আসন সমঝোতার প্রশ্ন ওঠে তাহলে আমি অন্য কোনও দলের সাথেই জোট করতে রাজি নই। আমি একক শক্তিতেই নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক। এই নিয়ে দ্বিমত থাকার প্রশ্নই ওঠে না"।
ঘটনাচক্রে, গতকালই প্রবীণ এনসি নেতা ফারুক আবদুল্লাকে এক ক্রিকেট দুর্নীতির ঘটনায় সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন