ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প বাতিল করা হবে বলে ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচনী সভা থেকে তিনি বলেন, ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে অগ্নিবীর প্রকল্পকে।
বৃহস্পতিবার পূর্ব দিল্লির দিলশাদ গার্ডেনে একটি সভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। ওই সভা থেকেই মোদিকে অগ্নিবীর সহ একাধিক বিষয় নিয়ে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা। রাহুল বলেন, 'আমরা অগ্নিবীর প্রকল্পকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো'।
রাহুল আরও বলেন, নরেন্দ্র মোদী চান ভারতে দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়, অনগ্রসর শ্রেণিভুক্ত যে মানুষ রয়েছেন তাঁদের যেন কোনো অধিকার না থাকে। কোনো জায়গা যেন না পান তাঁরা। তিনি চান অতীতে যেভাবে রাজা, মহারাজারা শাসন করতেন তেমন ভাবে চালাতে। কংগ্রেস দল এর বিরুদ্ধেই লড়াই লড়ছে।
পাশাপাশি রাহুল বলেন, আমরা চাই গরিব কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, দলিত, আদিবাসী সকলে মিলে এই দেশ তৈরি করেছেন। যতক্ষণ আমাদের সংবিধান আছে ততক্ষণ এই সকল মানুষের কেউ কন্ঠরোধ করতে পারবে না। তার জন্যই সংবিধানের ওপর আক্রমণ করা হচ্ছে।
এছাড়া মোদীর নিজেকে ঈশ্বরের পাঠানো দূত মন্তব্যেরও কটাক্ষ করেন রাহুল। তাঁর প্রশ্ন, মোদীকে ঈশ্বর পাঠিয়ে থাকলে কোভিডের সময় যখন গঙ্গায় মৃতদেহ ভাসছিল, হাসপাতালের সামনে মৃতদেহ জমছিল, তখন তিনি থালা বাজাতে বলছিলেন কেন! যাঁকে ঈশ্বর পাঠিয়েছেন, তিনি বলেছিলেন, মোবাইল ফোনের আলো জ্বালাও।
কংগ্রেস নেতার কটাক্ষ, “যাঁকে ঈশ্বর পাঠাচ্ছে, তাঁর কাছে তরুণরা রোজগার চাইলে তিনি বলছেন, নালায় গ্যাস রয়েছে। সেই নালায় পাইপ ফেললে গ্যাস বের হবে। তাতে আগুন জ্বালিয়ে পকোড়া বানাও।"
তিনি বলেন, "অদ্ভূত বিষয় হলো যাঁকে ঈশ্বর পাঠিয়েছেন, তিনি কি শুধুমাত্র ২২ জনের হয়ে কাজ করার জন্য এসেছেন? তিনি আম্বানি ও আদানির হয়ে কাজ করেন। তিনি ২ মিনিটের মধ্যে আম্বানি ও আদানি যা চান তাই করেন। সেটা রেলপথ হোক কি অগ্নিবীর প্রকল্প।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন