Lok Shaba Polls 24: 'পরিবর্তনের জন্য ভোট দিন' - নির্বাচনী প্রচারে গিয়ে বার্তা প্রিয়াঙ্কা গান্ধীর

People's Reporter: প্রিয়াঙ্কা বলেন, "বিধানসভা নির্বাচনের আগে হিমাচলকে দেবভূমি বলেছিলেন মোদী। কিন্তু সেখানে জিতে যায় কংগ্রেস। তারপর হিমাচল বিপর্যয়ের সময় মোদী সরকার ত্রাণের জন্য এক পয়সাও দেয়নি।"
প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধীফাইল চিত্র
Published on

উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে সরকার পরিবর্তনের ডাক দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সাধারণ জনগণকে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

শনিবার উত্তরাখণ্ডের রামনগরে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে যান প্রিয়াঙ্কা গান্ধী। সেখানেই তিনি বলেন, "গত ১০ বছরে বেকারত্ব, মুদ্রাস্ফীতি সহ একাধিক ঘটনা বেড়েছে যার জেরে সাধারণ মানুষের জীবনে বাধা সৃষ্টি হয়েছে। এই সবকিছুর জন্য দায়ী বিজেপি সরকার। কারণ এতদিন তারা ক্ষমতায় ছিল।"

তিনি আরও বলেন, "মোদীজি নির্বাচনী প্রচারে এসে শুধু ভাষণ দিচ্ছেন। সকলের কাছে অনুরোধ কেউ ওনার ভাষণে বিভ্রান্ত হবেন না। ভোট দেওয়ার আগে আপনি ভাবুন বিগত ১০ বছর ধরে মোদী সরকার আপনার জন্য কী করেছে, আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন এনেছে কিনা। নিজেকে সততার সাথে জিজ্ঞাস করুন আপনি ঠিক কাজ করছেন তো? তারপরই নিজের ভোট দিন। পরিবর্তনের জন্য ভোট দিন।"

কংগ্রেস নেত্রী হিমাচলের প্রসঙ্গ টেনে ধর্ম নিয়েও মোদীকে আক্রমণ করেছেন। তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগে হিমাচলকে দেবভূমি বলেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেখানে জিতে যায় কংগ্রেস। তারপর হিমাচল বিপর্যয়ের সময় মোদী সরকার ত্রাণের জন্য এক পয়সাও দেয়নি। রাজ্যের মানুষকে সমস্ত ত্রাণ দিয়েছে রাজ্য সরকার। আমি মনে করি ধর্ম কোনোদিন রাজনীতির বিষয় হতে পারে না।"

তিনি বলেন, "ত্যাগ হল হিন্দু ধর্মের সবচেয়ে বড় জিনিস। সত্যিকারের বিশ্বাস ত্যাগ থেকেই আসে। আমি ত্যাগ করতে জানি। ১৯ বছর বয়সে আমি আমার বাবার টুকরো হয়ে যাওয়া শরীর আমার মায়ের সামনে রেখেছিলাম। ওরা যখন আমাদের শহীদ বাবাকে অপমান করে তখন আমরা চুপ থাকি। কারণ আমাদের হৃদয়ে সত্যিকারের বিশ্বাস আছে।"

প্রিয়াঙ্কা গান্ধী
Lok Sabha Polls 24: তমলুক সহ আরও চার আসনে প্রার্থী ঘোষণা আইএসএফ-র
প্রিয়াঙ্কা গান্ধী
Lok Sabha Polls 24: উত্তরপ্রদেশে লড়বেন রাহুল অথবা প্রিয়াঙ্কা! মন্তব্য এ কে অ্যান্টনির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in