Loksabha Polls 2024: এনডিএ বা ইন্ডিয়া - কোনও মঞ্চেই নয় - লোকসভায় একক শক্তিতে লড়বে বিএসপি - মায়াবতী

People's Reporter: আগামী লোকসভা নির্বাচনে বিএসপি একক শক্তিতে লড়াই করবে এবং এই মুহূর্তে রাজনীতি থেকে অবসর নেবার তাঁর কোনও ইচ্ছাই নেই বলেও তিনি এদিন জানান।
বিএসপি সুপ্রীমো মায়াবতী
বিএসপি সুপ্রীমো মায়াবতীফাইল ছবি সংগৃহীত
Published on

এনডিএ বা ইন্ডিয়া – আসন্ন লোকসভা নির্বাচনে কোনও পক্ষেই যোগ দিচ্ছে না বহুজন সমাজ পার্টি। দলের সুপ্রিমো মায়াবতী তাঁর জন্মদিনে একথা জানিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে বিএসপি একক শক্তিতে লড়াই করবে এবং এই মুহূর্তে রাজনীতি থেকে অবসর নেবার তাঁর কোনও ইচ্ছাই নেই বলেও তিনি এদিন জানান।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেন, গত মাসে আমি আমার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে আকাশ আনন্দের নাম ঘোষণা করেছিলাম। তারপর থেকে কিছু কিছু মহলে আলোচনা শুরু হয়েছে যে আমি খুব শীঘ্রই রাজনীতি থেকে অবসর গ্রহণ করব। আমি স্পষ্ট করে বলতে চাই যে বিষয়টা আদৌ এরকম নয়। আমি দলকে শক্তিশালী করে তোলার জন্য কাজ করে যাবো।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, মানুষকে দারিদ্র্য থেকে উন্নয়ন, সাধারণ মানুষের কর্মসংস্থানের বদলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের বিনামূল্যে কিছু রেশন দিচ্ছে এবং তাদের সঙ্গে দাসের মত ব্যবহার করছে। যদিও আমাদের সময় বিএসপি সরকার সাধারণ মানুষকে রোজগার দিয়ে তাদের উন্নয়নের চেষ্টা করত।

এর আগে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে ইন্ডিয়া মঞ্চের আলাপ আলোচনার পথ খোলা ছিল। যদিও বর্তমানে সেই পথ বন্ধ বলেই জানিয়েছেন সুপ্রিমো। এই প্রসঙ্গে তিনি বলেন, বিএসপি কর্মীরা জানে যে কীভাবে সমাজবাদী পার্টি প্রধান গিরগিটির মত তাঁর অবস্থান বদলে বিএসপি প্রধানের সঙ্গে আচরণ করেছেন এবং ইন্ডিয়া মঞ্চ সম্পর্কে বিএসপি কর্মীদের ভুল পথে চালিত করেছেন।

রামমন্দিরের উদ্বোধনে তাঁর আমন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, আমি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি। কিন্তু আমি ওই অনুষ্ঠানে যাবো কিনা তা এখনও ঠিক করিনি। কারণ ওইসময় আমার কিছু পূর্বনির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকবো। আমরা ২২ জানুয়ারির এই অনুষ্ঠানকে স্বাগত জানাই। আগামী দিনে যে বাবরি মসজিদ হবে আমরা সেই অনুষ্ঠানকেও স্বাগত জানাই। আমরা সমস্ত ধর্মের সমতায় বিশ্বাস করি।

 - with inputs of IANS

বিএসপি সুপ্রীমো মায়াবতী
Shashi Tharoor: একক ক্ষমতাসীন দল হলেও ২০২৪-এ বিজেপিকে সরকার গড়া থেকে আটকানো যাবে! নয়া সমীকরণ থারুরের
বিএসপি সুপ্রীমো মায়াবতী
Munawwar Rana: প্রয়াত বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা, বয়স হয়েছিল ৭১

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in