মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৫০ আসনে জয়লাভ করবে। সোমবার এই দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন নয়াদিল্লীতে কংগ্রেসের সদর দফতরে এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাহুল গান্ধী।
সোমবার এআইসিসি সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব। আসন্ন মধ্যপ্রদেশ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার মত দেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে অন্যান্য কংগ্রেস নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং এআইসিসি ইনচার্জ পি আগরওয়াল।
এদিন বৈঠকের পর রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। এটা একান্তভাবেই আমাদের অভ্যন্তরীণ বৈঠক ছিল। আমাদের পর্যবেক্ষণ অনুসারে কর্ণাটকে আমরা ১৩৬ আসন পেতে পারি। যা ১৫০ পর্যন্ত হতে পারে। আমরা কর্ণাটকে যা করেছি মধ্যপ্রদেশেও তাই করব।
উল্লেখ্য, মধ্যপ্রদেশ রাজ্য বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩০ এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৬ আসন। ২০১৮ বিধানসভা নির্বাচনে ভোটে জিতে ক্ষমতা দখল করলেও পরবর্তী সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়। পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তাঁর ঘনিষ্ঠরা বিজেপিতে যোগ দেন।
এদিনের বৈঠকের পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ সাংবাদিকদের বলেন, আমরা আসন্ন নির্বাচনের রণকৌশল নিয়ে এবং কী কী ইস্যুর ভিত্তিতে এই নির্বাচনে লড়াই করবে কংগ্রেস তা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৬ জানুয়ারি, ২০২৪। এর আগের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের নভেম্বর মাসে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হয় কংগ্রেস। ৪ নির্দল, ২ বিএসপি এবং ১ এসপি বিধায়কের সমর্থনে সরকার গঠন করে কংগ্রেস। যদিও ২০২০ সালের ২০ মার্চ ২২ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দেন এবং বিজেপিতে যোগ দেন। ফলে কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন হয় এবং ২৩ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির শিবরাজ সিং চৌহান।
২০১৮ বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ১১৪ আসন এবং বিজেপি পায় ১০৯ আসন। এছাড়াও বিএসপি ২, এসপি ১ এবং নির্দলরা ৪টি আসনে জয়ী হয়। সেবার কংগ্রেস পেয়েছিল ৪০.৮৯ শতাংশ ভোট এবং বিজেপি পেয়েছিল ৪১.০২ শতাংশ ভোট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন