লোকসভার আবহে বিজেপি শাসিত রাজ্য থেকে নগদ, গয়না মিলিয়ে উদ্ধার প্রায় ৬৩ কোটি, গ্রেফতার এক

People's Reporter: তল্লাশি চলাকালীন জানা যায়, ওই ব্যক্তি ১৩ টি জাল সংস্থার নেটওয়ার্ক পরিচালনা করতেন। সমস্ত জাল সংস্থার জিএসটি রিটার্ন একই আইপি ঠিকানা থেকে পাওয়া গেছে।
উদ্ধার প্রায় ৬৩ কোটি
উদ্ধার প্রায় ৬৩ কোটিছবি - সংগৃহীত
Published on

লোকসভা ভোটের আবহে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ থেকে উদ্ধার করা হল গয়না, মাদক, নগদ মিলিয়ে কয়েক কোটি টাকা। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর বিভিন্ন রাজ্যে নজরদারি বাড়ানো হয়েছে। সেই নজরদারির সময় তল্লাশি চালিয়ে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার হয়েছে সব মিলিয়ে প্রায় ৬৩ কোটি টাকা। সব কিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা গেছে।

সূত্রের খবর, এই ঘটনায় রায়পুরের বাসিন্দা হেমন্ত কেসারাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ছত্তিশগড় গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি) এবং কেন্দ্রীয় আবগারি দফতরের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন।

তল্লাশি চলাকালীন জানা যায়, ওই ব্যক্তি ১৩ টি জাল সংস্থার নেটওয়ার্ক পরিচালনা করতেন। সমস্ত জাল সংস্থার জিএসটি রিটার্ন একই আইপি ঠিকানা থেকে পাওয়া গেছে। বেআইনি পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে গয়না, মাদক, নগদ মিলিয়ে প্রায় ৬৩ কোটি টাকার জিনিস উদ্ধার হয়েছে।

নগদ উদ্ধার হয়েছে ৬ কোটি ৫৮ লক্ষ ৫৩ হাজার টাকা। এ ছাড়াও সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ কোটি ৩৪ লক্ষ ৩৫ হাজার টাকার। প্রায় ৩০০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি অভিযানে। যার বর্তমান বাজারদর প্রায় ৪ কোটি টাকার মতো। এ ছাড়াও উদ্ধার হয়েছে ২০০ কেজির মতো মূল্যবান ধাতু। বাজেয়াপ্ত করা হয়েছে ২১ কোটি টাকার রেডিমেড পোশাক।

এছাড়াও তল্লাশির সময় প্রচুর পরিমাণে আধার এবং প্যান কার্ড, ছবি, স্বাক্ষরিত চেক বই এবং মোবাইল ফোন এবং অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে। হেমন্ত কেসারার বিরুদ্ধে সিজিএসটি আইন, ২০১৭ –এর অধীনে মামলা রজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে মধ্যপ্রদেশে। ২৯ টি আসনে ভোট হবে মোট চার দফায়। আগামী ১৩ মে ভোট পর্ব শেষ হবে সেরাজ্যে। ৪ জুন ভোট গণনা।

উদ্ধার প্রায় ৬৩ কোটি
Anil Vij: এক্সে নামের পাশে 'মোদী কা পরিবার' ট্যাগ লাইন সরালেন অনিল ভিজ! দলবদলের জল্পনা তুঙ্গে
উদ্ধার প্রায় ৬৩ কোটি
Lok Sabha Polls 24: নির্বাচনী প্রচারে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পাতিয়ালার বিজেপি প্রার্থী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in