Madhya Pradesh Poll: মধ্যপ্রদেশে বুথ ফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, সামান্য এগিয়ে বিজেপি

People's Reporter: এই রাজ্যে সরকার গড়ার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে কংগ্রেস এবং বিজেপি। আরও স্পষ্ট করে বললে, কংগ্রেসের থেকে সামান্য সুবিধাজনক জায়গায় রয়েছে বিজেপি।
শিবরাজ সিং চৌহান এবং কমল নাথ
শিবরাজ সিং চৌহান এবং কমল নাথফাইল ছবি
Published on

ছত্তিসগড়ে কংগ্রেসের দিকে পাল্লা ভারী হলেও, তার প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশে কংগ্রেসের জন্য হাওয়া ততটা সুবিধার নয়। এই রাজ্যে সরকার গড়ার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে কংগ্রেস এবং বিজেপি। আরও স্পষ্ট করে বললে, কংগ্রেসের থেকে সামান্য সুবিধাজনক জায়গায় রয়েছে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত একাধিক বুথ ফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত করা হয়েছে।

মধ্যপ্রদেশের নির্বাচনী ফলাফল নিয়ে কমপক্ষে ৯টি সংস্থা সমীক্ষা করেছে। নিউজ ২৪-টুডে'স চাণক্য জানিয়েছে, মধ্যপ্রদেশে বিপুল ব্যবধানে জয়ী হবে বিজেপি। এদের সমীক্ষা অনুযায়ী, ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে বিজেপি পাবে ১৫১টি (প্লাস মাইনাস ১২) এবং কংগ্রেস পাবে (প্লাস মাইনাস ১২) ৭৪টি আসন। ম্যাজিক ফিগার ১১৬।

এবিপি নিউজ-সি ভোটার, দৈনিক ভাস্কর এবং টিভি ৯ ভারতবর্ষ-পোলস্ট্রেট আবার তাদের বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসকে এগিয়ে রেখেছে।

এবিপি নিউজ-সি ভোটারের মতে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১১৩ থেকে ১৩৭ টি আসন। বিজেপির ঝুলিতে যাবে ৮৮ থেকে ১১২ টি আসন।

দৈনিক ভাস্কর জানিয়েছে কংগ্রেস ১০৫-১২০টি আসন পাবে এবং বিজেপি পাবে ৯৫-১১১৫টি।

টিভি ৯ ভারতবর্ষের মতে, বিজেপি পাবে ১০৬-১১৬টি আসন এবং কংগ্রেস পাবে ১১১-১২১ আসন।

জন কি বাত এবং টাইম্‌স নাও-ইটিজি তাদের এক্সিট পোলে কংগ্রেসকে সামান্য এগিয়ে রেখেছে। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস ১০২-১২৫টি আসন এবং বিজেপি ১০০-১২৩টি আসন পাবে।

টাইম্‌স নাও-ইটিজি বিজেপিকে ১০৫-১১৭টি আসন এবং ১০৯-১২৫টি আসন দিয়েছে।

আবার রিপাবলিক টিভি-ম্যাট্রিজ, ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি সরকার গড়বে মধ্যপ্রদেশে। রিপাবলিক টিভি ক্ষমতাসীন বিজেপিকে ১১৮-১৩০ আসন এবং কংগ্রেসকে ৯৭-১০৭ আসন দিয়েছে।

ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়া টিভি উভয়েই জানিয়েছে বিজেপি ১৪০ থেকে ১৬২টি আসন পাবে।

রবিবার ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

শিবরাজ সিং চৌহান এবং কমল নাথ
ছত্তিসগড়ে সরকার গড়ার দৌড়ে বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস, দাবি একাধিক এক্সিট পোলে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in