মধ্যপ্রদেশে বড়ো জয় পেতে চলেছে বিজেপি। ফলাফলের প্রাথমিক প্রবণতা অনুসারে ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ১৫৬ আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ৭১ আসনে। যে প্রবণতা অনুসারে ২০১৮ নির্বাচনের ফলাফলের অনুপাতে অন্তত ৪৭ আসনে লাভবান হতে চলেছে বিজেপি এবং কংগ্রেস হারাতে চলেছে ৪৩ আসন।
এখনও পর্যন্ত গণনার যে ছবি এসে পৌঁছেছে তাতে বুধনি আসনে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ছিন্দওয়াড়ায় পিছিয়ে রাজ্য কংগ্রেস সভাপতি কমলনাথ।
মধ্যপ্রদেশের ক্ষেত্রে চারটি বুথফেরত সমীক্ষায় বিজেপির জয়ের পক্ষে মতামত উঠে এসেছিল। যার মধ্যে তিনটিতে বিজেপি ১৩৯ আসন পাবে বলে জানানো হয়েছিল। মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৬ আসন।
যদিও এখনও পর্যন্ত জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস। কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমলনাথ জানিয়েছেন, এখন সবে ১১টা বাজে। গণনা আরও কিছুটা এগোলেই আসল ফলাফল সামনে আসবে। মধ্যপ্রদেশের জনগণের ওপর আমার আস্থা আছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন