আগামী সোমবারই হয়তো জানতে পারা যাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। গত ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হলেও নির্বাচনে জয়ী বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত বিজেপির পক্ষে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। অবশেষে ফল ঘোষণার ৬ দিনের মাথায় নবনির্বাচিত বিধায়কদলের বৈঠকের ডাক দিল বিজেপি। আগামী সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে ১৬৩ জন নবনির্বাচিত বিধায়ক আগামী সোমবার ওই বৈঠকে মিলিত হবেন। গতকাল শুক্রবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য তিনি পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হয়। এই কমিটিতে আছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, ওবিসি মোর্চা প্রধান কে লক্ষণ এবং সম্পাদক আশা লাকড়া।
বিজেপি সূত্রের খবর অনুসারে, সোমবার বিকেল ৫টায় শুরু হবে এই বৈঠক। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আগামীকাল রবিবার রাতে অথবা সোমবার সকালে ভোপাল পৌঁছবেন।
গত ১৭ নভেম্বর ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় ৩ ডিসেম্বর। এবারের নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে ১৬৩ আসনে এবং কংগ্রেস জয়ী হয়েছে ৬৬ আসনে।
মধ্যপ্রদেশের গত ১৯ বছরের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার বিজেপিকে কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। ২০০৪ সালের আগস্ট মাসে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এসেছিলেন প্রমোদ মহাজন এবং অরুণ জেটলি। ২০০৫ সালে মুখ্যমন্ত্রী বাবুলাল গৌড়ের পদত্যাগের পর রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে আসনে রাজনাথ সিং।
সূত্র অনুসারে, দলের একটি অংশ শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চাইলেও বিজেপির হাতে মুখ্যমন্ত্রী পদে বসানোর মত অন্য কোনও ওবিসি মুখ নেই। যদিও কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়া প্রহ্লাদ প্যাটেলের নাম শোনা যাচ্ছে। যিনি ওবিসি সম্প্রদায়ভুক্ত। এর আগে উমা ভারতী, বাবুলাল গৌড় অথবা শিবরাজ সিং চৌহান – তিন মুখ্যমন্ত্রীই ওবিসি সম্প্রদায়ের ছিলেন। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মোট জনসংখ্যার ৪৮ শতাংশের বেশি ওবিসি সম্প্রদায়ভুক্ত।
প্রহ্লাদ প্যাটেল ছাড়াও নাম ভেসে উঠেছে নরেন্দ্র সিং তোমরের। যিনি দিমানি কেন্দ্র থেকে নির্বাচিত হবার পর কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়াও তালিকায় নাম আছে কৈলাস বিজয়বর্গীয় এবং ভি ডি শর্মার নাম। জানা গেছে এই চার জন ইতিমধ্যেই আলাদা আলাদা ভাবে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। যদিও এই চার জনই জানিয়েছে তাঁরা মুখ্যমন্ত্রীর প্রতিযোগিতায় নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন