আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হতে না পেরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে ঘিরে বিক্ষোভ দেখালেন বেশ কিছু বিজেপি নেতা কর্মী। শনিবার সন্ধ্যায় জব্বলপুরে বিজেপি অফিসে মনোনয়ন প্রত্যাশীদের এই বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী প্যাটেল। এই ঘটনায় ৩ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় উপস্থিত ছিলেন অপর বিজেপি নেতা এবং রাজ্যসভা সাংসদ কবিতা পতিদার।
বিজেপির পক্ষ থেকে দলের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশের পরেই এই ঘটনা ঘটেছে। বিজেপির পঞ্চম প্রার্থী তালিকায় ৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় এখনও পর্যন্ত গুণা এবং বিদিশা ছাড়া বাকি ২২৮ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। গতকালের ঘটনায় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিয়মও দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবকে ঘিরে ধরে একদল জনতা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এক নিরাপত্তা কর্মী মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন। বিক্ষুব্ধ জনতাকে নিরাপত্তারক্ষীকে মারধোর করতেও দেখা গেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার। উল্লেখ্য, ভূপেন্দ্র যাদব মধ্যপ্রদেশে বিজেপির নির্বাচনী প্রচার কমিটির দায়িত্বপ্রাপ্ত।
ঘটনা প্রসঙ্গে এসপি এ পি সিং জানিয়েছেন, ভূপেন্দ্র যাদবের নিরাপত্তাকর্মীর অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।
সূত্র অনুসারে, জব্বলপুর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিলাষ পান্ডে। স্থানীয়দের মতে তিনি বহিরাগত এবং তাঁকে প্রার্থী করা যাবে না। এছাড়াও আরও বেশ কিছু কেন্দ্রে মনোনয়ন প্রত্যাশীরা প্রার্থী হতে না পারায় তাঁরাও তাঁদের সমর্থকসহ এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই তালিকায় আছেন গোয়ালিয়রের প্রাক্তন বিধায়ক মুন্নালাল গোয়েল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর ঘনিষ্ঠ আত্মীয় ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনুপ মিশ্র প্রমুখ। যদিও অনুপ মিশ্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি দলের এক সৈনিক মাত্র। দলীয় সমর্থকরা এই বিক্ষোভ না দেখিয়ে দলের সমর্থনে প্রচার করলে তাতে দলের লাভ হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন