আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আসন রফা প্রসঙ্গে সিদ্ধান্তে পৌঁছতে আলোচনায় বসতে চলেছে মহাবিকাশ আঘাদি (এমভিএ)। আগামী ৭ আগস্ট এই বৈঠক অনুষ্ঠিত হবে। মহাবিকাশ আঘাদির তিন প্রধান শরিক দল কংগ্রেস, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী এই বৈঠকে উপস্থিত থাকবে। বর্তমান বছরের অক্টোবর মাসেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা।
কংগ্রেস বিধায়কদলের নেতা বালাসাহেব থোরাট বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ৭ তারিখের বৈঠকে তিন দলের মধ্যে আসন রফার সূত্রের বিষয়ে আলোচনা হবে। এছাড়াও নির্বাচনী প্রচারের কৌশলের বিষয়েও ওইদিন আলোচনা হবে। গতকাল সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হবার আগে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে একান্তে বৈঠক করেন থোরাট।
মহাবিকাশ আঘাদির এই বৈঠকের আগেই দলীয় বৈঠকে বসতে চলেছে মহারাষ্ট্র কংগ্রেস। আগামী ৩ আগস্ট থেকে মুম্বাইতে দু’দিনের এই বৈঠক শুরু হবে। বৈঠকে যোগ দেবেন এআইসিসি-র পক্ষ থেকে মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত রমেশ চেন্নিথালা। তিনি দলীয় বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে এই বৈঠকে মত বিনিময় করবেন।
কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন নির্বাচনের আসন রফা নিয়ে শিবসেনা (ইউবিটি) ও এনসিপি (এসসিপি)-র আলোচনার জন্য ইতিমধ্যেই এক কমিটি তৈরি করা হয়েছে। রমেশ চেন্নিথালার সঙ্গে এই দল এক বিশেষ বৈঠকে মিলিত হবে আগামী ৪ আগস্ট।
মহারাষ্ট্রে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ জোটের তুলনায় অনেকটাই ভালো ফল করেছে বিরোধী মহাবিকাশ আঘাদি বা ইন্ডিয়া মঞ্চ। রাজ্যের মোট ৪৮ আসনের মধ্যে মহাবিকাশ আঘাদি জয়ী হয় ৩০ আসনে এবং ১৭ আসনে জয়ী হয় ক্ষমতাসীন মহাযুতি। এছাড়াও এক কংগ্রেস বিক্ষুব্ধ নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন