Maharashtra Poll Results Live: উন্নয়ন, সুশাসনের জয় নিশ্চিত: বিপুল জয়ের পর ভোটারদের ধন্যবাদ মোদির

Maharashtra Poll Results Live: উন্নয়ন, সুশাসনের জয় নিশ্চিত: বিপুল জয়ের পর ভোটারদের ধন্যবাদ মোদির

People's Reporter: মহারাষ্ট্রে মোট আসন সংখ্যা ২৮৮। ম্যাজিক ফিগার ১৪৫। একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে বিজেপি, শিবসেনা এবং এনসিপি জোট 'মহাযুতি' জোট সরকার গড়ছে মহারাষ্ট্রে।

উন্নয়ন, সুশাসনের জয় নিশ্চিত: মোদি

মহারাষ্ট্রে বিপুল আসনে জিতে সরকার গড়তে চলেছে এনডিএ জোট। এই ঐতিহাসিক জয়ের জন্য ভোটারদের, বিশেষ করে মহারাষ্ট্রের যুবক ও মহিলাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "উন্নয়নের জয় হবেই! সুশাসনের জয় হয়ই! এক থাকলে আমরা আরও উঁচুতে উঠব! এনডিএ-এর পক্ষে এই ঐতিহাসিক জনমত দেওয়ার জন্য মহারাষ্ট্রের আমার বোন ও ভাইদের, বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের আন্তরিক কৃতজ্ঞতা। এই স্নেহ এবং আন্তরিকতা অতুলনীয়। আমি জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে!''

ওরলি আসনে জয়ী আদিত্য ঠাকরে 

মুম্বাইয়ের ওরলি আসন ধরে রাখতে সক্ষম হল শিবসেনা (ঠাকরে)। ৮,৮০১ ব্যবধানে এনডিএ-র মিলিন্দ দেওরাকে হারিয়ে জয়ী হলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। শংসাপত্র সংগ্রহ করতে গণনা কেন্দ্রে পৌঁছেছেন তিনি। যদিও এমভিএ-র সামগ্রিক ফল নিয়ে খুশি নন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, "আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা আমাদের এই আসনটি এবং রাজ্যের অন্যান্য আসনে জয়ী হতে সাহায্য করেছে। তবে সামগ্রিক ফলাফল আশানুরূপ নয়। এই একই মহারাষ্ট্রে মে মাসে হওয়া লোকসভা নির্বাচনে আলাদা ফল হয়েছে। মহা বিকাশ আঘাদির অনুকূলে গতি আছে বলে মনে হয়। তাই প্রশ্ন উঠেছে, মহারাষ্ট্রে আদৌ ভোট হয়েছে নাকি আজকের এই ফলাফল ইভিএমের কারণে হয়েছে। আমরা ফলাফল নিয়ে আলোচনা করব।"

কী বলছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট?

বিকাল ৫.১০-এ ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের আপডেট অনুযায়ী, মহারাষ্ট্রে ৪৮টি আসনে জয়ী বিজেপি। আরও ৮৪টি আসনে এগিয়ে রয়েছে তারা। শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি - যথাক্রমে ২২ এবং ২৩টি আসনে জয়ী হয়েছে৷

দাহানু কেন্দ্রে জয়ী সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে

 মহারাষ্ট্রের দাহানু কেন্দ্রে ৫১৩৩ ভোটে জয়ী সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে

কালওয়ান কেন্দ্রে এগিয়ে সিপিআইএম প্রার্থী পান্ডু গাভিট

মহারাষ্ট্রের কালওয়ান কেন্দ্রে ৪,১০৪ ভোটে এগিয়ে সিপিআইএম প্রার্থী পান্ডু গাভিট। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন এনসিপি প্রার্থী নীতিনভাউ অর্জুন।

এখনও পর্যন্ত গাভিট পেয়েছেন ৫০,৯৩৩ ভোট এবং এনসিপি প্রার্থী অর্জুন পেয়েছেন ৪৬,৮২৯ ভোট।

দাহানু কেন্দ্রে এগিয়ে সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে

মহারাষ্ট্রের দাহানু কেন্দ্রে ৪,২১৫ ভোটে এগিয়ে সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে। ১৮ রাউন্ড গণনার শেষে তিনি পেয়েছেন ৭৯,৬৯২ ভোট। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মেধা বিনোদ সুরেশ পেয়েছেন ৭৫,৪৭৭ ভোট।

কালওয়ান কেন্দ্রে এগিয়ে সিপিআইএম প্রার্থী পান্ডু গাভিট

কালওয়ান কেন্দ্রে গণনা চলছে
কালওয়ান কেন্দ্রে গণনা চলছেছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে স্ক্রীনশট

মহারাষ্ট্রের কালওয়ান কেন্দ্রে ৫,৫১১ ভোটে এগিয়ে সিপিআইএম প্রার্থী পান্ডু গাভিট। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে আছেন এনসিপি প্রার্থী নীতিনভাউ অর্জুন। এখনও পর্যন্ত গাভিট পেয়েছেন ৩৭,৫৩৬ ভোট এবং এনসিপি প্রার্থী অর্জুন পেয়েছেন ৩২,০২৫ ভোট।

দাহানু কেন্দ্রে এগিয়ে সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে

দাহানু কেন্দ্রের গণনা চলছে
দাহানু কেন্দ্রের গণনা চলছে ছবি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে স্ক্রীনশট

মহারাষ্ট্রের দাহানু কেন্দ্রে ১২ রাউন্ড গণনার শেষে ৩,৭৬৪ ভোটে এগিয়ে গেলেন সিপিআইএম প্রার্থী বিনোদ নিকোলে। দুপুর ১২ টা ৩২-এ দেওয়া নির্বাচন কমিশনের তথ্য অনুসারে তিনি পেয়েছেন ৫৩,৭২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মেধা বিনোদ সুরেশ পেয়েছেন ৪৯,৯৬২ ভোট। এই কেন্দ্রে ২৪ রাউন্ড গণনা হবে।

মহারাষ্ট্রে ২২১ আসনে এগিয়ে বিজেপি 

মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে ২২১ আসনে। অনেক পিছিয়ে মহা বিকাশ আঘাদি। বিরোধী জোট এগিয়ে মাত্র ৫৩ আসনে এবং অন্যান্যরা ১৩ আসনে। রাজ্যের প্রায় সমস্ত মন্ত্রীই নির্বাচনে জয়ী হতে চলেছেন।

ওরলি কেন্দ্রে পিছিয়ে আদিত্য ঠাকরে

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ওরলি কেন্দ্রে ৬০০ ভোটে পিছিয়ে শিবসেনা (ইউবিটি) প্রার্থী আদিত্য ঠাকড়ে। এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন শিবসেনা একনাথ শিন্ধে গোষ্ঠীর মিলিন্দ দেওরা।

এই ফলাফল আদানি এবং গ্যাং দ্বারা পরিচালিত - অভিযোগ মহা বিকাশ আঘাদি নেতা সঞ্জয় রাউথের

মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফলের প্রাথমিক গতিপ্রকৃতিতে অনেক এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট মহাযুতি জোট। যে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে, শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, “আমরা মানতে রাজি নই যে এটি রাজ্যের জনগণের দেওয়া আদেশ। এই ফলাফলের সাথে কিছু ভুল আছে। এটা জনগণের মতামত হতে পারে না। নির্বাচনে অর্থশক্তির ব্যবহার হয়েছে। একনাথ শিন্ডের সব বিধায়ক কীভাবে জিততে পারেন? যদি মহা বিকাশ আঘাদি ৭৫ আসন জিততে না পারে, তার অর্থ এটাই মোদী এবং শাহ ফলাফলে কারচুপি করেছেন। এটি আদানি এবং গ্যাং দ্বারা পরিচালিত একটি মতামত।”

মহারাষ্ট্রে ২১ ৬আসনে এগিয়ে এনডিএ জোট

মহারাষ্ট্রে ২১৬ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। ৬০ আসনে এগিয়ে মহা বিকাশ আঘাদি। অন্যান্যরা এগিয়ে ১২ আসনে।

মুম্বাইয়ের অধিকাংশ আসনে এগিয়ে মহা বিকাশ আঘাদি

মুম্বাই ও মুম্বাই সংলগ্ন অঞ্চলে ১১ আসনে এগিয়ে মহা বিকাশ আঘাদি প্রার্থীরা। অন্যদিকে ৮ আসনে এগিয়ে মহাযুতি প্রার্থীরা।

মহারাষ্ট্রে ১৫৭ আসনে এগিয়ে এনডিএ জোট মহাযুতি

মহারাষ্ট্রে গণনার গতিপ্রকৃতি অনুসারে এখনও পর্যন্ত ১৫৭ আসনে এগিয়ে শাসক এনডিএ জোট। অন্যদিকে ৯৭ আসনে এগিয়ে বিরোধী মহা বিকাশ আঘাদি। অন্যান্যরা এগিয়ে ৫ আসনে।

৪৫০০ ভোটে এগিয়ে একনাথ শিন্ডে

সকাল ৯.০৭-এর আপডেট অনুযায়ী ৪৫০০ ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কোপরি পেচপাখোড়ি কেন্দ্র থেকে লড়াই করছেন তিনি। এই কেন্দ্রে বিরোধী জোটের প্রার্থী উদ্ধব ঠাকরে দলের কেদার প্রকাশ দীঘে।

১৪০ আসনে এগিয়ে এনডিএ জোট

সকাল ৯.১৫ পর্যন্ত দলভিত্তিক আপডেট -

শাসক এনডিএ এগিয়ে ১৪০টি আসনে

বিরোধী এমভিএ এগিয়ে ১৩০টি আসনে

এর মধ্যে বিজেপি: ৯৩টি আসন

কংগ্রেস: ৪৯টি আসন

শিবসেনা (ইউবিটি): ৪০টি আসন

এনসিপি অজিত পাওয়ার: ২৫টি আসন

এনসিপি (এসপি) শরদ পাওয়ার: ৪৬টি আসনে এগিয়ে

ওরলি কেন্দ্রে এগিয়ে আদিত্য ঠাকরে

দুই হেভিওয়েটের লড়াই ওরলি কেন্দ্রে। এই কেন্দ্রে বিরোধী জোট এমভিএ-র প্রার্থী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। অন্যদিকে শাসক জোটের প্রার্থী কংগ্রেস ছেড়ে শিব সেনাতে যোগ দেওয়া মিলিন্দ দেওরা। সকাল ৯.১৫-র তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন আদিত্য ঠাকরে।

সরকারে থাকতে চাই: প্রকাশ আম্বেদকর  

যদি কোনও আসন পাই আমরা, তাহলে সরকার গঠন করতে পারবে এমন জোটকেই সমর্থন করবো, জানালেন বঞ্চিত বহুজন আঘাদি প্রধান প্রকাশ আম্বেদকর। শুক্রবার এক্স হ্যান্ডেলে ডঃ বাবাসাহেব আমেবদকরের নাতি জানান, "যদি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে VBA কোনও আসন পায়, তাহলে সরকার গঠন করতে পারে এমন একজনকে সমর্থন করবো আমরা। আমরা ক্ষমতায় থাকাকে বেছে নেব।"

২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে VBA।

প্রাথমিক ভাবে ১০০ আসনে এগিয়ে এনডিএ

গণনা শুরুর পর ১ ঘণ্টা অতিক্রান্ত। এই মুহূর্তের খবর অনুযায়ী, ১০০ আসনে এগিয়ে এনডিএ জোট। অনেকটাই পিছিয়ে এমভিএ। ৬৫ আসনে এগিয়ে তারা। অনান্যদের দখলে ৯টি আসন। এখনও ১১২টি আসনে গণনা বাকি।

বারামতিতে এগিয়ে অজিত পাওয়ার

অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বারামতি। এখানে লড়াই পাওয়ার বনাম পাওয়ারের। শাসক জোট থেকে প্রার্থী হয়েছেন এই কেন্দ্রের টানা সাত বারের বিধায়ক রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর বিরুদ্ধে বিরোধী জোটের প্রার্থী তাঁর ভাইপো তথা শরদ পাওয়ারের নাতি যুগেন্দ্র পাওয়ার। গণনার প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে অজিত।

এগিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

কোপরি পেচপাখোড়ি কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

মহারাষ্ট্রে শুরু ভোট গণনা, প্রাথমিক ভাবে এগিয়ে এনডিএ

মহারাষ্ট্রে শুরু ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ৬১ আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে অনেকটা পিছিয়ে বিরোধী মহা বিকাশ আঘাদি জোট। মাত্র ১৩টি আসনে এগিয়ে। মহারাষ্ট্রে মোট আসন সংখ্যা ২৮৮। ম্যাজিক ফিগার ১৪৫।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in