Maharashtra Polls 24: উদ্ধব ঠাকরেকে অমিত শাহের ফোন? কী জানালেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউথ?

People's Reporter: রাউথ বলেন, আমাদের একমাত্র লক্ষ্য লুটেরা শক্তির হাত থেকে মহারাষ্ট্রকে বাঁচানো। তাঁর নিশানায় ছিল মহারাষ্ট্রের বর্তমান শাসক জোটের বিজেপি, শিবসেনা (শিন্ধে) এবং এনসিপি (অজিত পাওয়ার)।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথফাইল ছবি সংগৃহীত
Published on

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ২১০টিতে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে এই নির্বাচনে লড়াই করবো। রাজ্যে মহা বিকাশ আঘাদির (এমভিএ) আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত বিতর্কের মাঝে সোমবার একথা জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা ও রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউথ।

এদিন তিনি আরও বলেন, আমাদের একমাত্র লক্ষ্য লুটেরা শক্তির হাত থেকে মহারাষ্ট্রকে বাঁচানো। তাঁর নিশানায় ছিল মহারাষ্ট্রের বর্তমান শাসক মহাযুতি জোট। যে জোটের শরিক বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ধে) এবং এনসিপি (অজিত পাওয়ার)।

গতকাল থেকেই মহারাষ্ট্রের বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে আসন সমঝোতা সূত্র নিয়ে ক্ষোভ বাড়ছে শিবসেনা (ইউবিটি)-তে। এই পরিস্থিতিতে এককভাবে ২৮৮ আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে শিবসেনা (ইউবিটি)। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে এদিন সঞ্জয় রাউথ সাংবাদিকদের ২১০ আসনে ইতিমধ্যেই সমঝোতা হয়ে গেছে বলে জানিয়েছেন।

কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ সম্প্রতি শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরেকে ফোন করেছিলেন এবং ২০১৯-এর নির্বাচনের আগের মত জোট করে নির্বাচনে লড়ার আবেদন জানিয়েছেন। যদিও এই বিষয়ে বিজেপি কোনও মন্তব্য করেনি।

সঞ্জয় রাউথকে এই ফোনালাপের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিজেপি ভুয়ো খবর বাজারে ছড়াচ্ছে। আমরা জানি কে এটা করছেন। বিজেপি নির্বাচনে হেরে যাবার ভয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছে।

এই প্রসঙ্গে সঞ্জয় রাউথ সাংবাদিকদের বলেন, এই বিজেপি শিবসেনায় ভাঙন ধরিয়ে ২০২২ সালের জুন মাসে উদ্ধব ঠাকরেকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং একনাথ শিন্ধেকে শিবসেনা নাম এবং প্রতীক পেতে সহায়তা করে।  

তিনি বিজেপি প্রসঙ্গে আরও বলেন, আমরা এমন কোনও রাজনৈতিক দলকে সমর্থন করতে পারিনা যারা সংবিধানের গুরুত্ব লঘু করছে এবং মহারাষ্ট্রের গৌরব ধুলোয় মিশিয়ে দিচ্ছে।

২০১৯-এর বিধানসভা নির্বাচনের পর শিবসেনার সঙ্গে বিজেপির জোট ভাঙে মূলত মুখ্যমন্ত্রী পদ নিয়ে। শিবসেনা মুখ্যমন্ত্রী পদের দাবি জানালেও বিজেপির পক্ষ থেকে সেই দাবি অস্বীকার করে জানানো হয় ভোটের আগে এরকম কোনও শর্ত ছিলনা। যার ফলে শিবসেনা জোট ভেঙে বেরিয়ে আসে এবং মহা বিকাশ আঘাদি গঠিত হয়।

আগামী ২০ নভেম্বর ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার ভোটগ্রহণ। ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর। আগামী ২৬ নভেম্বর মহারাষ্ট্রের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ
Maharashtra: কংগ্রেস-এনসিপি (এসপি) যাকেই প্রার্থী করবে তাকেই আমি সমর্থন করব - বার্তা উদ্ধব ঠাকরের
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ
Jharkhand Polls 24: ইন্ডিয়া মঞ্চে আসন সমঝোতা নিয়ে অসন্তোষ চরমে, ঝাড়খন্ডে জোটে জট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in