Maharashtra Polls 24: বোরিভালি থেকে মনোনয়ন প্রত্যাহার বিক্ষুব্ধ বিজেপি নেতা গোপাল শেট্টির

People's Reporter: গোপাল শেট্টি বিজেপির অন্যতম বড় নেতা। ২০০৪ সাল থেকে টানা দশ বছর বোরিভালির বিধায়ক ছিলেন তিনি। এরপর ২০১৪ এবং ২০১৯ সালে টানা দুবার মুম্বাই নর্থ কেন্দ্রের সাংসদ হন তিনি।
গোপাল শেট্টি
গোপাল শেট্টি ছবি - সংগৃহীত
Published on

আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেনি তাঁকে। দলের উপর ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাইয়ের বিশিষ্ট বিজেপি নেতা গোপাল শেট্টি। বোরিভালি থেকে বিজেপি প্রার্থী সঞ্জয় উপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নও জমা দিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার নির্দল প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। জানা গেছে, বিজেপির সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য সোমবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন বোরিভালি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন গোপাল শেট্টি। জানা গেছে, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে আশ্বাস দিয়েছেন বিজেপির বিপক্ষে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

এ বিষয়ে সোমবার বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক জানান, “গোপাল শেট্টি একজন সিনিয়র বিজেপি নেতা। যিনি দলের সংগঠনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দলের ক্ষতি হয় এমন কিছু করবেন না বলে আশ্বাস দিয়েছেন।“ গোপাল শেট্টির এই পদক্ষেপ দলের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে নির্বাচনে সঞ্জয় উপাধ্যায়ের সমর্থন পাওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে গেল। যা বিজেপির নির্বাচনী অবস্থানকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গোপাল শেট্টি মুম্বাই বিজেপির অন্যতম বড় নেতা। ২০০৪ সাল থেকে টানা দশ বছর বোরিভালির বিধায়ক ছিলেন গোপাল শেট্টি। এরপর ২০১৪ সালে মুম্বাই নর্থ থেকে লোকসভার প্রার্থী হন তিনি এবং জয়ী হন। এরপর ২০১৯ সালেও ওই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দল থেকে প্রার্থী করা হয়নি তাঁকে। তাঁর বদলে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েলকে প্রার্থী করা হয়েছিল। আর আসন্ন বিধানসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করেনি বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে বোরিভালিতে বিজেপি প্রার্থী করেছে সঞ্জয় উপাধ্যায়কে।

প্রসঙ্গত, মুম্বাইয়ের বোরিভালিকে বিজেপির অন্যতম গড় হিসাবে ধরা হয়। ১৯৯০ সাল থেকে ওই কেন্দ্রে জিতে আসছে বিজেপি। তার আগে ওই আসনে জয়ী হত জনতা পার্টি।

আগামী ১৩ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ টি আসনে এক দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। আগামী ২৩ নভেম্বর ভোটের ফলাফল।

গোপাল শেট্টি
Maharashtra Polls 24: বিরোধীদের ফোন ট্যাপের অভিযোগ! ভোটের আগে মহারাষ্ট্রের ডিজিকে সরাল কমিশন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in