Maharashtra Polls 24: মহা বিকাশ আঘাদি ৯৫% আসনে সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে - শারদ পাওয়ার

People's Reporter: ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ভোটগ্রহণ আগামী ২০ নভেম্বর। ফলাফল ঘোষিত হবে আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষ দিন আগামীকাল, ২৯ অক্টোবর।
শারদ পাওয়ার, রাহুল গান্ধী ও উদ্ধব ঠাকরে
শারদ পাওয়ার, রাহুল গান্ধী ও উদ্ধব ঠাকরেফাইল ছবি, গ্রাফিক্স - আকাশ
Published on

মহারাষ্ট্রের ৯০ থেকে ৯৫ শতাংশ আসনে মহা বিকাশ আঘাদি আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে। সোমবার সাংবাদিকদের একথা জানিয়েছেন এমভিএ শরিক এনসিপি (শারদ পাওয়ার)-র অন্যতম নেতা শারদ পাওয়ার। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ভোটগ্রহণ আগামী ২০ নভেম্বর। ফলাফল ঘোষিত হবে আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেবার শেষ দিন আগামীকাল, ২৯ অক্টোবর।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্ষীয়ান শারদ পাওয়ার বলেন, এখন যারা ক্ষমতায় আছে তারা সাধারণ মানুষের কোনও সমস্যার সমাধান করেনি। আমাদের লড়াই সেই বিজেপির বিরুদ্ধে, যারা ঘুর পথে নির্বাচিত সরকার ভেঙে নিজেরা ক্ষমতা দখল করেছে।

২০২২ সালের জুন মাসে শিবসেনায় ভাঙন ধরিয়ে উদ্ধব ঠাকরের মহা বিকাশ আঘাদি সরকারের পতন ঘটায় বিজেপি। শিবসেনা ভেঙে বেরিয়ে যাওয়া একনাথ সিন্ধে রাজ্যের বিজেপি শিবসেনা জোটের মুখ্যমন্ত্রী হন। উপমুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। পরে শারদ পাওয়ারের এনসিপি ভেঙে বেরিয়ে গিয়ে এই সরকারে যোগ দেয় অজিত পাওয়ার গোষ্ঠী। তাঁকেও উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়।

চলতি বছরের মার্চ মাসে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছিলেন তিনি আবার ক্ষমতায় ফিরে আসবেন। যদিও লোকসভা নির্বাচনে এনডিএ তথা মহারাষ্ট্রে ক্ষমতাসীন মহাযুতি জোট শোচনীয় ফলাফলের সম্মুখীন হয়। রাজ্যের ৪৮ আসনের মধ্যে ৩১টিতেই জয়ী হয় মহা বিকাশ আঘাদি।

গতকাল রবিবার পর্যন্ত মহা বিকাশ আঘাদি নিজেদের আসন রফা চূড়ান্ত করতে পারেনি। এখনও পর্যন্ত শিবসেনা (ইউবিটি), কংগ্রেস এবং এনসিপি (শারদ পাওয়ার) ৮৫টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঠিক হয়েছে। বাকি ৩৩ আসন নিয়ে এখনও আলোচনা চলছে। শারদ পাওয়া জানিয়েছেন আজকের মধ্যেই বাকি আসনেও সমঝোতা চূড়ান্ত করে ফেলা হবে।

শারদ পাওয়ার, রাহুল গান্ধী ও উদ্ধব ঠাকরে
Maharashtra: বিধানসভা ভোটে কার ভাগে কত? আসন জটে বিজেপি-শিবসেনা (শিন্ধে)-এনসিপি (অজিত) শিবির
শারদ পাওয়ার, রাহুল গান্ধী ও উদ্ধব ঠাকরে
Maharashtra Polls 24: উদ্ধব ঠাকরেকে অমিত শাহের ফোন? কী জানালেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউথ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in