Maharashtra Polls 24: বিজেপির আপত্তি উড়িয়ে শেষ মুহূর্তে মনোনয়ন জমা এনসিপি (অজিত) নেতা নবাব মালিকের

People's Reporter: সমাজবাদী পার্টির প্রার্থী এবং তিনবারের বিধায়ক আবু আসিম আজমির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবাব মালিক। এদিন নিজের সমর্থকদের নিয়ে এক বড়ো সমাবেশ করে শক্তি প্রদর্শন করেন মালিক।
মেয়ের সঙ্গে নির্বাচনী প্রচারে নবাব মালিক
মেয়ের সঙ্গে নির্বাচনী প্রচারে নবাব মালিক ছবি নবাব মালিকের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

বিজেপির আপত্তি উড়িয়ে শেষ মুহূর্তে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন এনসিপি (অজিত পাওয়ার) গোষ্ঠীর প্রভাবশালী নেতা নবাব মালিক। মুম্বাইয়ের মানখুর্দ শিবাজী নগর কেন্দ্র থেকে নবাব মালিক দুটি মনোনয়ন দাখিল করেছেন। যার একটি নির্দল প্রার্থী হিসেবে এবং অন্যটি এনসিপি (অজিত পাওয়ার) দলের পক্ষে।

সমাজবাদী পার্টির প্রার্থী এবং তিনবারের বিধায়ক আবু আসিম আজমির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবাব মালিক। এদিন নিজের সমর্থকদের নিয়ে এক বড়ো সমাবেশ করে শক্তি প্রদর্শন করেন মালিক।

মনোনয়ন জমা দেবার পর মালিক সাংবাদিকদের বলেন, আমি রাজ্যের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি নেতা প্রফুল প্যাটেল এবং সুনীল ততকারের কাছে কৃতজ্ঞ যে তাঁরা আমার ওপর আস্থা রেখেছেন। আমার বিশ্বাস এই কেন্দ্রের অধিকাংশ ভোটার আমাকে সমর্থন করবেন এবং এবং আমরা এবার মানখুর্দ শিবাজী নগর কেন্দ্র জয়ের বিষয়ে আশাবাদী।

যদিও নবাব মালিকের মনোনয়ন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন রাজ্যের ওপর উপ মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। এছাড়াও মালিকের মনোনয়ন নিয়ে আপত্তি জানান মুম্বাইয়ের বিজেপি ইউনিট সভাপতি আশিস শেলার। তাঁদের যুক্তি যেহেতু সম্পত্তির লেনদেন জনিত বিষয়ে মালিকের বিরুদ্ধে ইডির তদন্ত চলছে তাই তাঁকে মনোনয়ন দেওয়া উচিত হবেনা। তাঁরা নবাব মালিকের বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগের অভিযোগও আনেন।

মালিকের মনোনয়ন দেবার পর এই বিষয়ে দেবেন্দ্র ফড়নবীশকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং খবরাখবর নেবার পর দলীয় মুখপাত্র বাকি কথা জানাবেন।

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি নবাব মালিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে পিএমএলএ-তে অভিযোগ আনা হয়। মালিকের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৩ সালে মুম্বাইতে সিরিয়াল বিস্ফোরণের মূল চক্রী হিসেবে অভিযুক্ত দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। ২০২৩ সালের ১১ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে নবাব মালিক স্বাস্থ্যের কারণে জামিন পান। এর তিন দিন পরেই তাঁকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।

নবাব মালিক ছাড়াও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এনসিপি (অজিত পাওয়ার) গোষ্ঠীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর মেয়ে সানা মালিক। তিনি অনুশক্তি নগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে আছেন এনসিপি (শারদ পাওয়ার) গোষ্ঠীর প্রার্থী ফাহাদ আহমেদ। অতি সম্প্রতি স্বরা ভাস্করের স্বামী ফাহাদ সমাজবাদী পার্টি ছেড়ে এনসিপি (শারদ পাওয়ার) গোষ্ঠীতে যোগ দেন।

মেয়ের সঙ্গে নির্বাচনী প্রচারে নবাব মালিক
Maharashtra: ওরলি আসনে আদিত্য ঠাকরের বিরুদ্ধে শিন্ধে গোষ্ঠীর প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেতা মিলিন্দ
মেয়ের সঙ্গে নির্বাচনী প্রচারে নবাব মালিক
Jharkhand Polls 24: ভোটের মুখে কংগ্রেস শিবিরে ভাঙন - বিজেপিতে যোগ রাজ্যের প্রাক্তন কার্যকরী সভাপতির
মেয়ের সঙ্গে নির্বাচনী প্রচারে নবাব মালিক
Maharashtra Polls: লোকসভার পর বিধানসভাতেও টিকিট পাননি, নির্দল হয়ে ভোটে লড়ছেন সিনিয়র বিজেপি নেতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in