Maharashtra Polls 24: মাহিম কেন্দ্রে জোট নয়, রাজ ঠাকরের ছেলেকে সমর্থন বিজেপির, ক্ষুব্ধ শিন্ধে গোষ্ঠী

People's Reporter: জোটের বাইরের প্রার্থীকে বিজেপির সমর্থনের সিদ্ধান্ত ঘোষণার পর সদানন্দ সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কোনও অবস্থাতেই মাহিম কেন্দ্র থেকে প্রার্থীপদ প্রত্যাহার করবেন না।
রাজ ঠাকরে, দেবেন্দ্র ফড়নবীশ এবং একনাথ শিন্ধে
রাজ ঠাকরে, দেবেন্দ্র ফড়নবীশ এবং একনাথ শিন্ধে গ্রাফিক্স আকাশ
Published on

মহারাষ্ট্রে ভোটের মুখে জটিলতা সৃষ্টি হল ক্ষমতাসীন মহাযুতি জোটে। মাহিম কেন্দ্রে জোটের পক্ষে শিবসেনা (শিন্ধে) গোষ্ঠীর প্রার্থী সদানন্দ সারভাঙ্করকে সমর্থন না করে এমএনএস প্রার্থী অমিত থ্যাকারেকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিজেপির এই একক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহিম কেন্দ্রে শিবসেনার বর্তমান বিধায়ক এবং এবারের জোট প্রার্থী সদানন্দ।

জোটের বাইরের প্রার্থীকে বিজেপির সমর্থনের সিদ্ধান্ত ঘোষণার পর সদানন্দ সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কোনও অবস্থাতেই মাহিম কেন্দ্র থেকে প্রার্থীপদ প্রত্যাহার করবেন না।

রাজ ঠাকরের ছেলে তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রার্থী অমিত ঠাকরেকে বিজেপি সমর্থন জানানোর পর শিবসেনা (শিন্ধে) গোষ্ঠী জানিয়েছে, তারাও এনএনএস-কে সমর্থনের পক্ষে। কিন্তু তা কোনোভাবেই সদানন্দ সারভাঙ্করের বিনিময়ে নয়। কারণ এমএনএস মহাযুতির অংশ নয়। যদিও গত লোকসভা নির্বাচনে মহাযুতিকেই নিঃশর্ত সমর্থন জানিয়েছিল এমএনএস।

বিজেপির এই একতরফা সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছেন শিবসেনা (শিন্ধে) গোষ্ঠীর প্রধান একনাথ শিন্ধে। কারণ ২০২২-এ তিনি যখন শিবসেনা ভেঙে রাজ্যের মুখ্যমন্ত্রী হন তখন যে ৩৯ জন শিবসেনা বিধায়ক তাঁকে সমর্থন জানিয়েছিলেন তাদের একজন ছিলেন সদানন্দ সারভাঙ্কর। ওই সময় একনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ৩৯ জনকেই পরবর্তী বিধানসভায় মনোনয়ন দেওয়া হবে।

মাহিম কেন্দ্রের প্রার্থী এবং বর্তমান বিধায়ক সদানন্দ সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, এটা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়। তাদের এই বিষয়ে কিছু বলার নেই। ফলে শিবসেনা প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন কিনা তা বিজেপির পক্ষে বলা সম্ভব নয়।

মাহিম কেন্দ্রে এমএনএস-এর অমিত ঠাকরে ছাড়াও শিবসেনা (ইউবিটি) গোষ্ঠীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহেশ সাওন্ত এবং শিবসেনা (শিন্ধে) গোষ্ঠীর সদানন্দ সারভাঙ্কর। আগামী ৪ নভেম্বর মহারাষ্ট্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

বুধবার সদানন্দ সারভঙ্কর তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) জানিয়েছেন, তিনি গত ৪০ বছর ধরে শিবসেনা করছেন এবং তিনবারের বিধায়ক। তিনি তাঁর কেন্দ্রের জন্য বহু পরিশ্রম করেছেন। আজ যদি শিবসেনা প্রধান বাল ঠাকরে বেঁচে থাকতেন তিনিও তাঁর আত্মীয়ের জন্য এই কেন্দ্র ছেড়ে দিতে বলতেন না। তিনি আরও বলেন, তাঁর মত একজন একনিষ্ঠ শিবসেনা কর্মীর সঙ্গে রাজ ঠাকরের এরকম অবিচার করা উচিত নয় এবং তাঁকেই এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত।

এই ঘটনা প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউথ বলেন, রাজ ঠাকরে একজন বিজেপিকে তুষ্ট করতে চাইছেন। কারণ তিনি তাঁর ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২০ নভেম্বর। ২৩ নভেম্বর এই নির্বাচনের ফলাফল ঘোষিত হবে।

রাজ ঠাকরে, দেবেন্দ্র ফড়নবীশ এবং একনাথ শিন্ধে
Maharashtra: টিকিট দেয়নি গেরুয়া শিবির, শিবসেনার প্রতীকে নির্বাচনে লড়বেন বিজেপি মুখপাত্র শাইনা!
রাজ ঠাকরে, দেবেন্দ্র ফড়নবীশ এবং একনাথ শিন্ধে
Maharashtra Polls 24: বিজেপির আপত্তি উড়িয়ে শেষ মুহূর্তে মনোনয়ন জমা এনসিপি (অজিত) নেতা নবাব মালিকের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in