Maharashtra Polls 24: সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন রাজ্য কংগ্রেস সভাপতি, এখনও ঝুলে MVA-র আসনরফা

People's Reporter: রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে সাংবাদিক সম্মেলনে বসে মেজাজ হারানোয় পরিস্থিতি কিছুটা হলেও জটিল হয়েছে। সাংবাদিক সম্মেলনে শিবসেনা (UBT) নেতা সঞ্জয় রাউথের সমালোচনা করেন নানা।
সাংবাদিক সম্মেলনে এম ভি এ নেতৃত্ব
সাংবাদিক সম্মেলনে এম ভি এ নেতৃত্ব ছবি নানা পাটোলের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়ে গেলেও এখনও পর্যন্ত আসন রফা সূত্র চূড়ান্ত করতে পারেনি বিরোধী মহা বিকাশ আঘাদি (এমভিএ) জোট। উল্টে রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে সাংবাদিক সম্মেলনে বসে মেজাজ হারানোয় পরিস্থিতি কিছুটা হলেও জটিল হয়েছে। গতকালের সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউথের সমালোচনা করেন কংগ্রেস নেতা নানা।

সূত্র অনুসারে, সাংবাদিক বৈঠকের আগে নিজেদের মধ্যে বৈঠকে সঞ্জয় রাউথ কংগ্রেস রাজ্য নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তোলেন। তিনি রাজ্য কংগ্রেস নেতৃত্বকে আগে দিল্লির সঙ্গে চূড়ান্ত কথা বলে নিয়ে আসন সমঝোতার বিষয়ে আলোচনা করতে বলেন। রাউথের এই মন্তব্যে ক্ষুব্ধ হন রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে।

গতকালের সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান পাটোলে। তাঁকে শান্ত করতে এগিয়ে আসনে এনসিপি (শারদ পাওয়ার) নেতা জিতেন্দ্র অবোধ এবং শিবসেনা (ইউবিটি) নেতা অনিল দেশাই।

জানা গেছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ১১৯ আসনে লড়াই করবে কংগ্রেস, ৮৬ আসনে শিবসেনা (ইউবিটি) এবং ৭৫ আসনে এনসিপি (শারদ পাওয়ার)। যদিও এই সিদ্ধান্ত এখনও ঘোষিত হয়নি।

আসন সমঝোতার বিষয়ে আজ রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউথ।

মহারাষ্ট্রে নির্বাচন ঘোষণার আগে থেকেই আসন সমঝোতা নিয়ে কংগ্রেস এবং শিবসেনা (ইউবিটি)-র মধ্যে ঠান্ডা লড়াই চলছে। কোন দল কত আসনে লড়াই করবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সূত্র অনুসারে, সমঝোতা আটকে আছে বিদর্ভ অঞ্চলে আসন রফাসূত্র নিয়ে। যে অঞ্চল থেকে রাজ্য কংগ্রেস বেশি আসনে লড়াই করতে চাইছে।

মহারাষ্ট্র বিধানসভায় পশ্চিম মহারাষ্ট্র অঞ্চলে মোট আসন সংখ্যা ৭০, বিদর্ভ অঞ্চলে ৬২, মারাঠাওয়ারাতে ৪৮, থানে কোঙ্কন অঞ্চলে ৩৯, মুম্বাই অঞ্চলে ৩৬ এবং উত্তর মহারাষ্ট্র অঞ্চলে ৩৫। রাজ্যের মোট ২৮৮ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর এবং ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর।

বিরোধী শিবির এখনও চূড়ান্ত আসন সমঝোতা সূত্র খুঁজে না পেলেও ক্ষমতাসীন এনডিএ মহাজুতি জোট রফা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। যার মধ্যে বিজেপি ১৫৮ আসনে, শিবসেনা ৭৪ আসনে, এনসিপি ৫০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ৬ টি আসনের মধ্যে ২টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে স্থানীয় ৩ দল। এছাড়াও রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ২৫০টি আসনে।

সাংবাদিক সম্মেলনে এম ভি এ নেতৃত্ব
Jharkhand Polls 24: ঝাড়খন্ডে এনডিএ-র আসন সমঝোতা চূড়ান্ত, কার ভাগে কত আসন?
সাংবাদিক সম্মেলনে এম ভি এ নেতৃত্ব
Bihar: বিহারে বিষ মদ খেয়ে মৃত বেড়ে ৩৫, গ্রেফতার ১২, তদন্তে সিট গঠন করল পুলিশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in