ভোটের আবহে শিন্ডে শিবিরে জোর ধাক্কা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা ছাড়লেন সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরেশ নওলে। শিন্ডে শিবির ছাড়ার পর মঙ্গলবার তিনি সরাসরি বীড় লোকসভা কেন্দ্রের বিরোধী জোটের প্রার্থীকে সমর্থন করার কথা ঘোষণা করেন।
শিন্ডে শিবির ছাড়ার পর সুরেশ মঙ্গলবার বলেন, ‘‘যাঁরা শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হতে বসেছে। এই পরিস্থিতি চলতে থাকলে বিধানসভা ভোটের আগে দলের অবস্থার আরও অবনতি হবে।’’
আগামী ১৩ মে মহারাষ্ট্রের বীড়-সহ মরাঠওয়াড়া এলাকার ১১টি লোকসভা আসনে ভোট। আর তার আগে সুরেশের হঠাৎ করে দল ছাড়া শিন্ডে শিবিরে জোর ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে সুরেশের আগামী লক্ষ বিজেপি বলেই মনে করেছে বিশেষজ্ঞ মহল।
উল্লেখ্য, বীড় কেন্দ্রে গত তিনবার লোকসভা নির্বাচনে জিতেছিলেন প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের কন্যা প্রীতম। এ বার সেখানে থেকে এনডিএ-র প্রার্থী তিনি। অন্যদিকে বিরোধী ‘মহাবিকাশ অঘাড়ী’ জোটের তরফে এনসিপি (শরদ পওয়ার) লড়ছে। তাদের প্রার্থী বজরং মনোহর সোনওয়ানেকে নিঃশর্তে সমর্থনের কথা ঘোষণা করেছেন সুরেশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন