ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন করা হলো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। তৃণমূল অবশ্য এতে নিজেদের নৈতিক জয় দেখছে।
শনিবার ইন্ডিয়া মঞ্চের ভার্চুয়াল বৈঠক ছিল। সেখানেই চূড়ান্ত হয় ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন হবেন মল্লিকার্জুন খাড়গে। ইন্ডিয়া সূত্রে খবর, বৈঠকে চেয়ারপার্সন হিসেবে নীতিশের নাম প্রস্তাবিত হলেও তিনি রাজি হননি। তিনি কংগ্রেস নেতাদের কোনও একজনকে চেয়ারপার্সন করার আবেদন জানান। এরপর আলোচনার পর খাড়গেকে বেছে নেওয়া হয়।
এই বৈঠকে আসন সমঝতা নিয়ে আলোচনা করার কথা থাকলেও তা হয়নি বলে জানা গেছে। আর কয়েকমাস পর লোকসভা নির্বাচন। তার আগে যত দ্রুত সম্ভব আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত আলোচনা চাইছে ইন্ডিয়া মঞ্চের দলগুলি। বিহারে মোটামুটি ভাবে আসন সমঝতা কিছুটা হলেও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। কিন্তু অন্যান্য রাজ্যে তা হয়নি এখনও। ইন্ডিয়া মঞ্চের ভূমিকা কী এই প্রসঙ্গে তা আগামী দিনের বৈঠকগুলির মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে ইন্ডিয়া মঞ্চের চেয়ারপার্সন মল্লিকার্জুন খাড়গেকে করায় মমতা ব্যানার্জির জয় দেখছে তৃণমূল কংগ্রেস। কারণ গত ১৯ ডিসেম্বর ইন্ডিয়া মঞ্চের বৈঠকে শিবিরের মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাঁকে সমর্থন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। এদিন কুণাল ঘোষ বলেন, আমাদের নেত্রী তো আগেই খাড়গেজির নাম বলেছিলেন। এত সময় নেওয়ার কি ছিল?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন