Lok Sabha Polls 24: ‘একটা ভোটও অন্য কাউকে দেবেন না’, রেড রোডের নামাজে নাম না করে বিজেপিকে তোপ মমতার

People's Reporter: মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’’
রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
Published on

ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রেড রোডের নামাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নামাজ শেষে বক্তৃতা রাখার সময় ফের একবার বিজেপি সরকারকে তোপ দাগেন তিনি। ভোটমুখী দেশে মমতার বার্তা, “বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।” 

এদিন বক্তৃতা শুরুতেই রাজ্যের মানুষদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতার বার্তা, “আপনারা সবাই একত্রে থাকলে কেউ আলাদা করতে পারবে না।“

এরপরেই নাম না করে বিজেপিকে সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আনছে। আমরা ঘৃণাভাষণ চাই না, এনআরসি চাই না, সিএএ চাই না। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়।”

ভোটের আগে রাজ্য জুড়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির ধড়পাকড় নিয়ে মোদীর সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূলের ছেলেদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বিজেপির লোকেরা দোষ করলেও আদালতে জামিন পেয়ে যাচ্ছে।

ভুপতিনগর বিস্ফোরণ কাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। সবাইকে ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। এজেন্সিকে ভয় পাই না।”

তাঁর কথায়, ‘‘আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি।’’

এরপরেই বিজেপির ৪০০ আসনে জেতা নিয়ে মুখ্যমন্ত্রী মোদী সরকারকে কটাক্ষ করে বলেন, “আগে তো ২০০ আসন পাক।“

এদিনের রেড রোডে মমতার পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls 24: ডায়মন্ডহারবারে কবে ঘোষিত হবে প্রার্থীর নাম? প্রশ্ন বিজেপি কর্মীদেরই
রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Lok Sabha Polls 24: আদর্শ আচরণ বিধি ভঙ্গ, তেলেঙ্গানায় একসাথে ১০৬ সরকারি কর্মীকে বরখাস্ত কমিশনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in