Mamata Banerjee: 'ইন্ডিয়া' জিতলে বাইরে থেকে সমর্থন দেবে তৃণমূল! জানালেন মমতা ব্যানার্জি

People's Reporter: মমতা ব্যানার্জি বলেন, দিল্লিতে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন করে সরকার গঠনে সাহয্য করব। যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিছবি - মমতা ব্যানার্জির ফেসবুক পেজ
Published on

ইন্ডিয়া মঞ্চকে বাইরে থেকে সমর্থন দিয়ে দিল্লিতে নতুন সরকার গঠনে সাহায্য করবে বলেই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। একটা সময় তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকেই প্রধানমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরা হলেও সেই আশায় জল ঢাললেন তিনি নিজেই।

বুধবার নির্বাচনী সভা থেকে বিজেপির হারের ইঙ্গিত দিলেন মমতা ব্যানার্জি। পাশাপাশি ইন্ডিয়া মঞ্চের জয়ের ব্যাপারে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। মমতা ব্যানার্জি বলেন, বিজেপি বলছে ৪০০ পার করবে। চারদফা নির্বাচন হয়ে গেছে। তাতে বোঝাই যাচ্ছে বিজেপি হারতে চলেছে। বাকি রয়েছে তিন দফা। সেখানেও হারবে বিজেপি। ২০০ আসনও পার করবে না ওরা। আর বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। ওই দুটো আমার সাথে নেই। আমি দিল্লির কথা বলছি। দিল্লিতে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সমর্থন করে সরকার গঠনে সাহয্য করব। যাতে বাংলার মা-বোনেদের কোনও অসুবিধা না হয়, ১০০ দিনের কাজের টাকা না আটকায়।

তিনি আরও বলেন, ২০০৪ সালে বাজপেয়ী সরকারের পতন হবে কেউ ভাবতে পেরেছিল? ওদের অহঙ্কারেই ওরা ক্ষমতা হারিয়েছে। মানুষ ভিতরে ভিতরে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। এবারেও একই পরিণতি হবে।

এই বক্তব্যের পরই মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস। তাদের পক্ষ থেকে বলা হয়, প্রথম থেকে ইন্ডিয়া মঞ্চের অন্যতম মুখ বলে নিজেকে প্রচার করেছেন। এখন কেন বাইরে থেকে সমর্থনের কথা জানাচ্ছেন? তাহলে কি কোথাও আত্মবিশ্বাসের অভাব হচ্ছে?

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "পরিষ্কার কথা হচ্ছে, উনি এখন নরেন্দ্র মোদীকে বলতে চাইছেন যে 'বাইরে থেকে আছি বললাম। তুমি কিছু মনে কোরো না'। হাওয়া বদলের সময় উনি হাওয়ার দিকে যাবেন, এটাই ওঁর রাজনৈতিক বৈশিষ্ট। দীর্ঘদিন ধরেই এই চালিয়ে আসছেন। দেওয়ালের উপর বসে জল মাপছেন নাকি? কখনও জোটে আছেন, কখনও আবার নেই। এখন আবার পাশে বসতে চাইছেন। আবার মোদীকেও বার্তা দিলেন যে ওঁর পাশেও আছেন। কোনও কেন্দ্রীয় দল রাজনৈতিক ভাবে ওঁকে বিশ্বাস করে না।"

মমতা ব্যানার্জি
Mamata Banerjee: যাঁরা TMC এবং তাঁকে চোর বলছে, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি মমতার
মমতা ব্যানার্জি
PM Modi: "আমার শপথ এটাই আমি হিন্দু-মুসলিম করবো না, যেদিন করবো সেদিন..." - প্রধানমন্ত্রী মোদী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in