অভিনয়ের পাশাপাশি সম্প্রতি সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। এবারের লোকসভায় হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী। মঙ্গলবার নিজের মনোনয়ন পত্র জমা দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নির্বাচনী হলফনামা অনুযায়ী, বর্তমানে প্রায় ৯১ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। তবে কয়েক কোটি টাকার ঋণও রয়েছে তাঁর।
হিমাচল প্রদেশের মান্ডি লোকসভায় আগামী ১ জুন নির্বাচন। মঙ্গলবার নিজের মনোনয়ন পত্র জমা দেন বিজেপি প্রার্থী। নির্বাচনী হলফনামা অনুযায়ী, দেশের তিনটি রাজ্যে জমি বাড়ি রয়েছে অভিনেত্রীর। মুম্বাইতে তিনটি বাড়ি আছে তাঁর। যার মধ্যে একটি রয়েছে বাংলো। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৫ কোটি টাকা। এছাড়া মুম্বাইতে রয়েছে তাঁর প্রযোজনা সংস্থা।
কাজের সূত্রে মুম্বাইয়ের বাসিন্দা হলেও অভিনেত্রীর জন্ম মানালিতে। কয়েক বছর আগে সেখানে একটি বাড়ি তৈরি করেন অভিনেত্রী। বর্তমানে যার বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি টাকা। এছাড়া চন্ডীগড়ে বেশ কিছু সম্পত্তি আছে অভিনেত্রীর।
হলফনামা অনুযায়ী, কঙ্গনার কাছে রয়েছে সাড়ে ৬ কেজি সোনা এবং ৬০ কেজি রূপো। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। এছাড়াও বর্তমানে ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ৩২ লক্ষ টাকা। বর্তমানে কঙ্গনার হাতে আছে নগদ ২ লক্ষ টাকা।
হলফনামা অনুযায়ী, ২০২২-২০২৩ বর্ষে অভিনেত্রীর বার্ষিক আয় ছিল ৪ কোটি। চলতি বছরে এর মধ্যেই ১২ কোটি টাকা উপার্জন করে ফেলেছেন তিনি। পাশাপাশি, তাঁর ঋণ রয়েছে ১৭ কোটি টাকা। কঙ্গনার বেশ কিছু বিলাসবহুল গাড়ির পাশাপাশি রয়েছে একটি স্কুটারও।
কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন