Manipur Polls 22: ভোটারদের প্রভাবিত করতে নিষিদ্ধ জঙ্গী সংগঠনকে টাকা দিয়েছে বিজেপি সরকার - জয়রাম রমেশ

মণিপুরে কংগ্রেসের নির্বাচনী ইনচার্জ জয়রাম রমেশ দাবি করেছেন, নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধির একটি "দুর্ভাগ্যজনক এবং স্পষ্ট লঙ্ঘন" করেছে মণিপুরের বিজেপি সরকার।
সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ
সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশছবি জয়রাম রমেশের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বৃহস্পতিবার রমেশ জানিয়েছেন, মণিপুরের বিজেপি সরকার ভোটারদের প্রভাবিত করার জন্য নিষিদ্ধ জঙ্গী সংগঠনকে ঘুষ দিয়েছে।

মণিপুরে কংগ্রেসের নির্বাচনী ইনচার্জ জয়রাম রমেশ দাবি করেছেন, নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধির একটি "দুর্ভাগ্যজনক এবং স্পষ্ট লঙ্ঘন" করেছে মণিপুরের বিজেপি সরকার। তাঁর অভিযোগ, ‘সাসপেনশন অফ অপারেশন’-এর আওতাও থাকা নিষিদ্ধ জঙ্গী সংগঠনকে গত ১ ফেব্রুয়ারি ১৫.৭০ কোটি টাকারও বেশি এবং গত ১ মার্চ ৯২.৬৫ লক্ষ টাকার বেশি ছাড় দেওয়া হয়েছে৷ দুই ক্ষেত্রেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং এবং রাজ্য সরকার করেছে এতে অনুমতি দিয়েছে।

কংগ্রেস নেতা মিডিয়াকে জানিয়েছেন, "এই অর্থপ্রদানের কারণেই ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্বে চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়নি। 'সাসপেনশন অফ অপারেশান-এর অধীনে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলিকে ঘুষ দেওয়া টেংনুপাল এবং চান্দেলের নির্বাচনেও প্রভাব ফেলবে। ৫ মার্চ দ্বিতীয় দফায় এই জেলাগুলিতে ভোট হবে।”

চেকের নম্বর এবং অন্যান্য ব্যাঙ্কের বিবরণ শেয়ার করে তিনি বলেছেন: "এইভাবে বিজেপি মণিপুরে নির্বাচন কিনছে, ভয় ছড়াচ্ছে এবং ভোটারদের ভয় দেখাচ্ছে। এভাবেই বিজেপি ক্ষমতায় থাকার জন্য দুর্নীতিতে লিপ্ত হচ্ছে।"

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, নির্বাচনের আগে কোটি কোটি টাকার অর্থ প্রদান ডবল ইঞ্জিন "বিজেপি সরকারের" অগ্রাধিকারগুলোকেও স্পষ্ট করছে। "এই টাকা তখন দেওয়া হয়েছে যখন এক লাখ রাজ্য সরকারী কর্মচারীদের বেশিরভাগই দুই মাস ধরে বেতন পাননি।"

রমেশ জোর দিয়ে বলেন, "জঙ্গি সংগঠনগুলিকে এই ধরনের অনৈতিক অর্থ প্রদান সেই সময় করা হয়েছে যখন রাজ্যের ৬ হাজার মিড-ডে মিল রাঁধুনিকে ১৮ মাস ধরে বেতন দেওয়া হয়নি, যখন বেশিরভাগ প্রাক্তন রাজ্য সরকারী কর্মচারী গত ছয় মাস তাদের পেনশন পাননি, যখন প্রায় সমস্ত পেনশনভোগীরা তাদের প্রাপ্য অবসরের সুবিধা পেনশন পাননি।

কংগ্রেস নেতা অভিযোগ করেছেন যে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার অর্থ শক্তি ব্যবহার করে "মণিপুরকে মানিপুরে" পরিণত করেছে।

আলোচনাপন্থী জঙ্গি সংগঠনগুলি বিশেষ করে কুকি গোষ্ঠীগুলি, যেগুলি গত চার বছর ধরে সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তির অধীনে রয়েছে, বর্তমানে মণিপুরের বিভিন্ন মনোনীত ক্যাম্পে বসবাস করছে। মণিপুরের বিভিন্ন পার্বত্য জেলায় ১৪টি মনোনীত ক্যাম্পে বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ২ হাজার ক্যাডার বসবাস করছে।

রমেশ জোর দিয়ে জানিয়েছেন, কংগ্রেস কখনও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে "সাসপেনশন অফ অপারেশানের" বিরোধিতা করেনি এবং কখনও চরমপন্থী গোষ্ঠীগুলির সাথে আলোচনার বিরুদ্ধেও ছিল না।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in