নির্বাচনের মুখে মণিপুরে পাঁচ রাজনৈতিক দলের সঙ্গে জোট করলো কংগ্রেস। বৃহস্পতিবার মণিপুর কংগ্রেসের পক্ষ থেকে এই জোট ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে অতি দ্রুত এই জোটের পক্ষ থেকে ন্যূনতম সাধারণ কর্মসূচি প্রকাশ করা হবে। কংগ্রেস ছাড়াও এই রাজনৈতিক জোটে আছে সিপিআই(এম), সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং জেডি(এস)।
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এন লোকেন জানান, আসন্ন নির্বাচনে কংগ্রেস এই পাঁচ দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়েই এই প্রাক নির্বাচনী জোট করা হয়েছে।
মণিপুর কংগ্রেস ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে বিধানসভার বিরোধী দলনেতা ও ইডোবি জানান, রাজ্যের একমাত্র বারিং কাকচিং আসনে সিপিআই-এর সঙ্গে কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এছাড়া বাকি ৫৯ আসনে জোটে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি আরও জানিয়েছেন, খুরাই কেন্দ্রে কংগ্রেস কোনো প্রার্থী দেবে না। ওই কেন্দ্রে সিপিআই প্রার্থীকে সমর্থন করবে কংগ্রেস।
রাজ্য সিপিআই সম্পাদক এল শোতিনকুমার জানিয়েছেন, জোটের নাম এবং জোটের ন্যূনতম সাধারণ কর্মসূচি অতি দ্রুত ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ মণিপুর বিধানসভার ৬০ আসনে ভোট নেওয়া হবে। যার মধ্যে ২৭ ফেব্রুয়ারি ভোট হবে ৩৮ আসনে। বাকি ২২ আসনে ভোট নেওয়া হবে ৩ মার্চ। ফলাফল ঘোষিত হবে আগামী ১০ মার্চ।
বিগত ২০১৭ বিধানসভা নির্বাচনে ৬০ আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছিলো ২৮ আসনে এবং বিজেপি জয়ী হয় ২১ আসনে। চারটি করে আসন পায় এনপিপি এবং এনপিএফ। যদিও একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন এন বীরেন সিং।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন