Manipur Polls 22: দ্বিতীয় দফার ভোটে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ-গুলি, মৃত ২

মণিপুরে দ্বিতীয় দফার নির্বাচনে ব‍্যাপক সন্ত্রাসের অভিযোগ। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দু'জনের মৃত্যু হয়েছে। একটি ঘটনা ঘটেছে থৌবাল জেলায় এবং অন‍্যটি ঘটেছে সেনাপতি জেলায়।
চলছে ভোটগ্রহণ
চলছে ভোটগ্রহণছবি CEO Manipur-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মণিপুরে দ্বিতীয় দফার নির্বাচনে ব‍্যাপক সন্ত্রাসের অভিযোগ। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দু'জনের মৃত্যু হয়েছে। একটি ঘটনা ঘটেছে থৌবাল জেলায় এবং অন‍্যটি ঘটেছে সেনাপতি জেলায়।

রিপোর্ট অনুযায়ী, সেনাপতি জেলার করং বিধানসভায় একটি ভোটকেন্দ্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েকজন। তাঁদের থামাতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কে লংভাও নামে এক ব‍্যক্তি নিহত হন। ভি সাওপে নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

করং-এর বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের কাছে এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। কোনো যথাযথ কারণ ছাড়াই পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি‌। নির্বাচন কমিশন জানিয়েছে, জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

আর একটি ঘটনা ঘটেছে খৌবলে। যদিও এই ঘটনাটি ভোট শুরুর ঠিক আগেই ঘটেছে। নিহত ব‍্যক্তির নাম আমুবা সিং (২৫)। তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। জানা গেছে, ভোট শুরুর কিছু আগে এক কংগ্রেস কর্মীর বাড়িতে দলবল নিয়ে হুমকি দিতে গিয়েছিলেন আমুবা সিং। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও কংগ্রেস কর্মীরা। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন আমুবা সিংকে গুলি করেন কংগ্রেস কর্মীরা।

আজ মণিপুরে শেষ দফায় ২২ আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল ৩টে পর্যন্ত ৬৭.৬৬ শতাংশ ভোট পড়েছে। আগামী ১০ মার্চ ফল ঘোষণা।

চলছে ভোটগ্রহণ
পিজোসিনে ভারতীয়রা আটকে, বারাণসীতে চলছে রোড শো, দুঃখজনক হলেও সত্যি - প্রধানমন্ত্রীকে আক্রমণে কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in