Haryana: কংগ্রেসে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপিতে ফিরলেন মনোহর লাল খট্টারের ভাইপো

People's Reporter: কংগ্রেস প্রার্থী বাত্রা জনান, রমিত আমাদের সঙ্গে থাকাকালীন তাঁর কাকা মনোহর লাল খাট্টারের ফোন আসে। কিন্তু সেই সময় তিনি সেই ফোন তোলেননি। পরে আমি জানতে পারি রমিত বিজেপিতে ফিরেছেন।
বিজেপিতে প্রত্যাবর্তন মনোহর লাল খাট্টারের ভাইপো রমিতের
বিজেপিতে প্রত্যাবর্তন মনোহর লাল খাট্টারের ভাইপো রমিতেরছবি - সংগৃহীত
Published on

কংগ্রেসে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই ফের বিজেপিতে প্রত্যাবর্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টারের ভাইপো রমিত খাট্টারের। বৃহস্পতিবার দুপুরে তিনি কংগ্রেসে যোগ দেন। এদিন সন্ধ্যায় তিনি বিজেপিতে প্রত্যাবর্তন করেন।

বৃহস্পতিবার দুপুরে রোহতকের বিধায়ক ভারতভূষণ বাত্রার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন রমিত খাট্টার। এরপর এদিন সন্ধ্যায় একটি জনসভায় তিনি বিজেপি প্রার্থী মণীশ গ্রোভারের উপস্থিতিতে বিজেপিতে ফিরেন। উল্লেখ্য, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভারতভূষণের বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন মণীশ গ্রোভার।

বিজেপিতে প্রত্যাবর্তন করে কংগ্রেসে যোগদান নিয়ে রমিত জানিয়েছেন, “উনি (বাত্রা) আমার কাঁধের উপর এক টুকরো কাপড় (কংগ্রেসের উত্তরীয়) রেখেছিলেন। তারপর আমার সাথে ছবি তুলে সেগুলি প্রচার করে দেন। আমি বিজেপির সঙ্গে আছি, মনোহর লালজির সঙ্গে আছি।“

জানা গেছে, এক স্থানীয় কংগ্রেস নেতার মাধ্যমে ভারতভূষণ বাত্রার সঙ্গে যোগাযোগ করেছিলেন রমিত খাট্টার। এরপর বৃহস্পতিবার নির্বাচনের জন্য ঘর ঘর প্রচারের সময় কংগ্রেসে যোগ দেন রমিত। এর পর বাত্রার ঘনিষ্ঠ জেলা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি লোকিন্দর সিং ফোগাটের সাথে কয়েক ঘন্টা সময় কাটান রমিত।

রমিতের বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে ভারতভূষণ বাত্রা বলেন, "আমি বৃহস্পতিবার পর্যন্ত রমিতকে চিনতাম না। একজন স্থানীয় নেতা রমিতকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে জানিয়েছিল, রমিত কংগ্রেস যোগ দিতে চায়। আমি নিশ্চিত হওয়ার পরেই তাঁকে কংগ্রেসে স্বাগত জানিয়েছিলাম।“

ভারতভূষণ বাত্রা আরও জানিয়েছেন, রমিত তাঁদের সঙ্গে থাকাকালীন তাঁর কাকা মনোহর লাল খাট্টারের ফোন আসে। কিন্তু সেই সময় তিনি সেই ফোন তোলেননি। বাত্রা জানিয়েছেন, “পরে আমি জানতে পারি রমিত বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন।“

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in