দিল্লির পৌর কর্পোরেশন (এমসিডি) নির্বাচনে আম আদমি পার্টির কাছে পরাজিত হবার কয়েকদিন পর রবিবার বিজেপির দিল্লির প্রধান আদেশ গুপ্ত পদ থেকে ইস্তফা দিলেন। দীর্ঘ পনেরো বছর পর এবারই দিল্লি পুরসভায় ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি।
সূত্র অনুসারে পরাজয়ের নৈতিক দায় নিয়ে বিজেপি প্রধান পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বিজেপি দিল্লির নতুন ভারপ্রাপ্ত সভাপতি হবেন বীরেন্দ্র সচদেবা।
আইএএনএস-এর সাথে কথা বলার সময় গুপ্তা বলেন, "আমি গতকাল পদত্যাগ করেছি, আমাদের দলের সভাপতি জেপি নাড্ডাজী আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আমি এমসিডি নির্বাচনে হারের জন্য নৈতিক দায় নিয়েছি। আমরা এমসিডিতে আরও আসন আশা করছিলাম, কিন্তু আমাদের প্রত্যাশিত ফল হয়নি। দল থেকে আমাকে এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল।"
তিনি আরও জানিয়েছেন, "আমি দলের হয়ে এবং জনগণের কল্যাণে কাজ করে যাবো।"
বিজেপির একটি সূত্রের মতে, "এমসিডিতে পরাজয়ের কারণে, দিল্লি বিজেপি সভাপতি আদেশ গুপ্ত তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এমসিডি নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে তাঁর এই পদত্যাগ। আদেশ গুপ্তা তাঁর পদত্যাগপত্র বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে জমা দিয়েছেন এবং নাড্ডা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।”
বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা গুপ্তার পদত্যাগের পর বীরেন্দ্র সচদেবাকে দিল্লি বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করেছেন।
এবারের দিল্লি পুরসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করেছে আম আদমি পার্টি (এএপি)। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি আসন পেয়েছে। যেখানে বিজেপি ১০৪টি আসনে জয়লাভ করেছে। আম আদমি পার্টির জয়ে ১৫ বছর পর পুরসভা হাতছাড়া হয়েছে বিজেপির।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন