বুধবার দিল্লি পৌরনিগম (Municipal Corporation of Delhi) নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। দিল্লির সুলতানপুর মাজরা এ-র অন্তর্গত ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন আম আদমি পার্টি (AAP)-র প্রার্থী ববি কিন্নর। এই প্রথম দিল্লি পৌরনিগম প্রথম কোনও তৃতীয় লিঙ্গের কাউন্সিলর পেয়েছে।
শেষ পাওয়া খবর পর্যন্ত ২৫০টি আসনের মধ্যে ১২৪টি ওয়ার্ডে জয়লাভ করেছে আম আদমি পার্টি। বিজেপি এখনও পর্যন্ত জয়ী হয়েছে ৯৭টি আসনে। গত ৪ ডিসেম্বর MCD-র নির্বাচন অনুষ্ঠিত হয়। সুলতানপুরে বিজেপি প্রার্থী একতা যাদব এবং কংগ্রেস প্রার্থী বরুণা ঢাকাকে পরাজিত করে জয়লাভ করেছেন ববি।
ববি কিন্নর রাজনীতিতে নতুন মুখ নন। বর্তমানে তাঁর বয়স ৩৮ বছর। ২০১১ সালে আন্না হাজারের নেতৃত্বে হওয়া আন্দোলনের সময় থেকে তিনি আম আদমি পার্টির সাথে যুক্ত। ২০১৭ সালের নির্বাচনের সময় তিনি একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেই বছর নির্বাচনে জয়লাভ করেন AAP প্রার্থী সঞ্জীব কুমার।
সাম্প্রতিক বছরগুলোতে বঞ্চিত শিশুদের শিক্ষার খরচ বহন করেছেন ববি। পাশাপাশি, তিনি প্রতিবন্ধী এবং নারীদের উন্নয়নের জন্যেও কাজ করেছেন। চলতি বছর ববি এমনই একটি আসন থেকে নির্বাচনে লড়াই করেছেন, যে এলাকাটি খোলা ড্রেন এবং গর্ত দ্বারা পরিপূর্ণ। নির্বাচনের আগে তিনি ক্রমাগত এলাকার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যায়নের উপর জোর দিয়ে প্রচার চালিয়েছেন।
গত মাসে একটি সংবাদমাধ্যমে ববি জানান, "সুলতানপুরের রাস্তা এবং পার্কগুলিতে প্রচুর আবর্জনা এবং খোলা ড্রেন রয়েছে। আমি রাস্তাগুলিকে আরও ভাল করতে চাই। কারণ, এর ফলে এলাকাটি আরও সুন্দর হবে। বাসিন্দাদের চলাচলের ক্ষেত্রে আরও সুবিধা হবে। ২০১৭ সালের নির্বাচনে সুলতানপুর মাজরাতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে আমি প্রচুর সমর্থন পেয়েছি। আমি ১৫ বছর ধরে সমাজকর্মীর কাজে নিযুক্ত থাকার কারণে দল আমাকে প্রার্থী করেছে।"
অন্যদিকে, ববি 'হিন্দু যুব সমাজ একতা আওয়াম অ্যান্টি-টেররিজম কমিটি'-র দিল্লি শাখার সভাপতি। গত ১৫ বছর ধরে তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারের সময় AAP প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেজরিওয়াল সরকারের কাজ তিনি জনগণের কাছে নিয়ে যাবেন। যদি তিনি কাউন্সিলর হন, তবে দুর্নীতির অবসানের জন্য কাজ করবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন