পালাবদলের পথে হাঁটতে চলেছে মিজোরাম। গতকাল চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সোমবার সকালে শুরু হয়েছে মিজোরামের ভোটগণনা। এখনও পর্যন্ত গণনার প্রবণতা অনুসারে সরকার গঠনের পথে রাজ্যের বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট। অনেকটাই পিছিয়ে এনডিএ জোটসঙ্গী এমএনএফ।
৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় এখনও পর্যন্ত ফলাফলের যে প্রবণতা সামনে এসেছে তাতে ১২ আসনে জয়লাভ করেছে জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম। আপাতত আরও ১৫ আসনে এগিয়ে এই রাজনৈতিক দল। অন্যদিকে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ এখনও পর্যন্ত ২টি আসনে জয়লাভ করেছে এবং এগিয়ে রয়েছে ৮টি আসনে।
অন্যদিকে বিজেপি ১টি আসনে জয়ী হয়েছে এবং ১টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে। তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা পরাজিত হয়েছেন আইজল পূর্ব-১ কেন্দ্রে। তুইচাং কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী তনলুইয়া।
এখনও পর্যন্ত ফলাফলের প্রবণতা অনুসারে জেডপিএম ভোট পেয়েছে ৩৮.১৮ শতাংশ এবং এমএনএফ ভোট পেয়েছে ৩৫.১২ শতাংশ। বিজেপি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার যথাক্রমে ৪.৭৮ শতাংশ এবং ২০.৭৫ শতাংশ।
মিজোরামের বুথ ফেরত সমীক্ষায় ফলাফলের যে ইঙ্গিত দেওয়া হয়েছিল এদিনের ফলাফলের সঙ্গে তার বিস্তর ফারাক। বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল এমএনএফ এবং জেডপিএম-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও ফলাফলের প্রবণতা অনুসারে কিছুটা একতরফা ভাবেই মিজোরামে ক্ষমতা দখল করতে চলেছে জেডপিএম।
এবারের নির্বাচনে ৪০টি আসনেই লড়াই করেছিল মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বাধীন এমএনএফ। কংগ্রেস এবং জেডপিএম-ও ৪০ আসনেই প্রার্থী দিয়েছিল। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ আসনে। গত ৭ নভেম্বর মিজোরামে ভোটগ্রহণ হয় এবং ভোটদানের হার ছিল ৮০.৪৩ শতাংশ।
২০১৮ বিধানসভা নির্বাচনে মিজোরামে এমএনএফ জয়ী হয়েছিল ২৬ আসনে এবং জেডপিএম ৮ আসনে। কংগ্রেস জয়ী হয় ৫ আসনে এবং বিজেপি জয়ী হয় ১ আসনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন