আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রকাশিত ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের। এরপরেই মুখ খুললেন ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত বিজেপি সাংসদ। প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে কার্যত নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন তিনি।
লোকসভা নির্বাচন ঘোষণার আগেই শনিবার ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় ভোপাল কেন্দ্র থেকে প্রজ্ঞার বদলে প্রার্থী করা হয়েছে অলোক শর্মাকে। জয়ী সাংসদকে টিকিট না দিয়ে হঠাৎ অলোক শর্মাকে কেন বাছতে গেল বিজেপি? এই প্রসঙ্গে প্রজ্ঞা বলেন, নরেন্দ্র মোদী আমাকে ক্ষমা করেননি। আমার একটা কথা হয়তো ওনার ভালো লাগেনি। আমি ক্ষমাও চেয়েছিলাম তাঁর কাছে। কিন্তু তিনি ক্ষমা করেননি।
বিজেপি নেত্রী আরও বলেন, অনেকে বলেন আমি বিতর্কিত মন্তব্য করি। কিন্তু আমি কোনো বিতর্কিত কথা বলি না। সত্যিটাই বলি আমি। আমি একজন সন্ন্যাসী। তাই রাজনীতিতে মিথ্যা বলা উচিত নয়। মিডিয়ায় আমার মন্তব্যকে বিতর্কিত হিসেবে দেখানো হয়।
নতুন প্রার্থীকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। প্রজ্ঞা বলেন, ভোপাল থেকে লড়ার জন্য অলোক শর্মাকে অনেক শুভেচ্ছা। আসন্ন লোকসভা নির্বাচনে আমরা ৪০০ আসন অতিক্রম করে যাবো।
প্রসঙ্গত, ২০১৯ সালে ভোপাল থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন প্রজ্ঞা সিং ঠাকুর। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-কে সাড়ে ৩ লক্ষেরও বেশি ব্যবধানে হারিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসার পাশাপাশি বিজেপির অন্দরে অস্বস্তিও বাড়িয়েছিলেন। নাথুরাম গডসেকে 'প্রকৃত দেশপ্রেমিক' বলে সম্বোধন করেছিলেন প্রজ্ঞা। তারপর থেকেই নাকি এই বিজেপি নেত্রীর ওপর অসন্তুষ্ট ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন