মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে ফের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হলেন শিবসেনা (UBT) নেতা সঞ্জয় রাউত। প্রধানমন্ত্রীর ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ (এক সাথে থাকলে নিরাপদ থাকা যায়) স্লোগানকে তীব্র কটাক্ষ করলেন উদ্ধব গোষ্ঠীর নেতা।
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নির্বাচনী প্রচারে এসে সকলকে এক থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সঞ্জয় রাউত মোদীকে ‘বিভাজন সৃষ্টিকারী‘ বলে কটাক্ষ করেছেন। তাঁর মতে রাজ্যে অশান্তি সৃষ্টির কারণও নাকি নরেন্দ্র মোদী।
শিবসেনা (UBT) নেতা সঞ্জয় রাউত বলেন, 'প্রধানমন্ত্রী মোদী কেন এমন স্লোগান দিয়েছেন আমি বুঝতে পারছি না। অতীতের স্লোগান ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ ব্যর্থ হওয়ার পর এবার নতুন স্লোগান চালু করেছেন তিনি। মহারাষ্ট্রে মানুষ ইতিমধ্যেই নিরাপদ। কিন্তু যখনই মোদি সফর করেন রাজ্যটি যেন নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ তিনি বিভাজন উস্কে দেন। সত্যিকারের নিরাপত্তা নিশ্চিত করতে, আমাদের বিজেপিকে অপসারণ করতে হবে'।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে এসে মহাবিকাশ আঘাদি-তে থাকা কংগ্রেস, শিবসেনা (UBT) এবং এনসিপি (শরদ পাওয়ার)-কে একযোগে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই জোটটি হল একটা গাড়ি। যে গাড়ির চাকা বা ব্রেক নেই। কিন্তু চালকের আসনে বসার জন্য লড়াই হয়।
তিনি আরও বলেন, 'কংগ্রেস দলের একমাত্র উদ্দেশ্য হল এক বর্ণের সাথে অন্য বর্ণের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা চায় না এসসি, এসটি এবং ওবিসিদের উন্নতি হোক। তাই এটা মনে রাখা উচিত এক হ্যায় তো সেফ হ্যায়'।
পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে তিনি বলেন, কংগ্রেস চিরকাল দেশকে ভাগ করার চক্রান্তের অংশীদার। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার কখনও কংগ্রেসকে কোনও ‘পাকিস্তানি এজেন্ডা’ রূপায়ণের সুযোগ দেবে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন