Narendra Modi: ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মোদী! জমা দিলেন পদত্যাগপত্র

People's Reporter: আজ মন্ত্রিসভার বৈঠক করলেন নরেন্দ্র মোদী। যেখানে সপ্তদশ লোকসভার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পেশ হয়। এই প্রস্তাব গ্রহণ করে সপ্তদশ লোকসভা ভেঙেও দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীছবি - নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ
Published on

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৮ জুন শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নতুন মন্ত্রিসভার সকল সদস্যও ওই দিন শপথ নেবেন বলেই জানা যাচ্ছে।

লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এনডিএ। তবে এখনই সবকিছু চূড়ান্ত নয়। যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এনডিএ ছেড়ে 'ইন্ডিয়া'কে সমর্থন করে তাহলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবে এনডিএ। কে কাকে সমর্থন করবে তা বুধবার স্পষ্ট হয়ে যাবে। কারণ আজ দিল্লিতে বিকেল ৪টে থেকে বৈঠকে বসবে এনডিএ-র জোট শরিকগুলি। সন্ধ্যা ৬টার দিকে আলোচনায় বসবে 'ইন্ডিয়া'।

'ইন্ডিয়া'র বৈঠকে যাচ্ছেন না মমতা ব্যানার্জি এবং উদ্ধব ঠাকরে। তৃণমূলের তরফ থেকে বৈঠকে যোগ দেবেন অভিষেক ব্যানার্জি। উদ্ধবের বদলে সঞ্জয় রাউতের নেতৃত্বাধীন মোট ৩ সদস্যের দল যাচ্ছে দিল্লিতে। এছাড়া ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, এনসিপি (শরদ) প্রধান শরদ পাওয়ার, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি সহ একাধিক নেতা এই বৈঠকে যোগ দেবেন।

অন্যদিকে আজ এনডিএ-র বৈঠকের আগেই বিদায়ী মন্ত্রিসভার বৈঠক করলেন নরেন্দ্র মোদী। যেখানে সপ্তদশ লোকসভার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পেশ হয়। এই প্রস্তাব গ্রহণ করে সপ্তদশ লোকসভা ভেঙেও দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদী ও সকল মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্রও গ্রহণ করলেন তিনি।

সূত্রের খবর, এনডিএ-র বৈঠকে যোগ দেবেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দু'জনেই। এনডিএ জোটের তরফ থেকে আগেই এই দুই নেতার সাথে যোগাযোগ করা হয়েছিল। দু'জনের জোটের পক্ষে থাকবেন বলেই জানান। তবে তাঁরা বেশ কিছু 'শর্ত' দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

এই মুহূর্তে এনডিএ জোটের হাতে রয়েছে ২৯৩ আসন। বিজেপি একা পেয়েছে ২৪০টি। ইন্ডিয়া জোটের হাতে রয়েছে ২৩৩ আসন। কংগ্রেস নিজে পেয়েছে ৯৯ আসন। ফলে এনডিএ নাকি ইন্ডিয়া - কোন জোট সরকার গড়ে সেটাই এখন বড় প্রশ্ন।

নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: নাইডু-নীতিশই কি কিংমেকার? দুই রাজনীতিকের অতীত ইতিহাস ভাবাচ্ছে বিশ্লেষকদের
নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: ইন্দোর কেন্দ্রে ২ লক্ষের বেশি ভোট নোটায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in