ইলেক্টোরাল বন্ড নিয়ে ফের মোদীকে কড়া আক্রমণ করলেন রাহুল গান্ধী। পাশাপাশি বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করারও ডাক দিয়েছেন রাহুল।
লোকসভা নির্বাচনে বিরোধীদের অন্যতম মূল হাতিয়ার হচ্ছে ইলেক্টোরাল বন্ড। যে বন্ড অসাংবিধানিক বলে রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। শনিবার রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ইলেক্টোরাল বন্ড থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে মোদীকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী।
৪৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে রাহুল গান্ধী লেখেন, 'নরেন্দ্র মোদী দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন। যেখানে সম্পূর্ন দুর্নীতি বিজ্ঞানের পাঠ দেন তিনি। চাঁদা তোলার ব্যবসা সহ ওই দুর্নীতি বিজ্ঞানের সমস্ত অধ্যায় পড়ান তিনি'।
রাহুল গান্ধী এও উল্লেখ করেছেন যে নরেন্দ্র মোদী ঠিক কীসের কীসের পাঠ দেন। যেমন - কীভাবে তল্লাশি চালিয়ে অনুদান সংগ্রহ করতে হয়? কীভাবে অনুদান নেওয়ার পর চুক্তিগুলি বিতরণ করা হয়? কীভাবে ওয়াশিং মেশিন কাজ করে, যার মধ্যে দুর্নীতিবাজ মানুষরা পরিষ্কার হয়ে যান? এজেন্সিগুলিকে কীভাবে রিকভারি এজেন্ট বানিয়ে জামিন ও জেল খেলা চলে? এই সমস্ত বিষয়ে পাঠ দেওয়া হয়।
তিনি আরও লেখেন, দুর্নীতিগ্রস্ত বিজেপি এখন তার নেতাদের এই ক্র্যাশ কোর্স বাধ্যতামূলক করেছে। যার মূল্য দিতে হচ্ছে গোটা দেশকে। 'ইন্ডিয়া' সরকার চিরতরে এই স্কুলে তালা দেবে এবং কোর্সগুলি চিরতরে বন্ধ করে দেবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন