আসন্ন লোকসভা নির্বাচন। আগামী ১১ ফেব্রুয়ারী মধ্যপ্রদেশের ঝাবুয়া থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই জানিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি ভিডি শর্মা। ইতিমধ্যেই মোদীর সফর নিয়ে প্রস্তুতি তুঙ্গে।
সদ্য মধ্যপ্রদেশ বিজেপির ইনচার্জ এবং সহ-ইনচার্জ হিসাবে দায়িত্ব নেওয়া মহেন্দ্র সিং এবং সতীশ উপাধ্যায় গত সপ্তাহে ভোপালে পৌঁছেছেন। রাজ্য নেতাদের সাথে দেখা করার প্রক্রিয়া শুরু করেছেন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ২৯ টি আসনের মধ্যে ২৮ টিতে জিতেছিল বিজেপি। একটি আসন পায় কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুল নাথ ছিন্দওয়াড়া থেকে জয়ী হয়েছিলেন। তিনিই মধ্যপ্রদেশের একমাত্র কংগ্রেস সাংসদ। আসন্ন নির্বাচনে বিজেপি ২৯ টিতেই জয়ের পরিকল্পনা নিয়েছে।
যদিও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসন্ন নির্বাচনে ১৫টি আসন পাবে তারা। এআইসিসি সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং-এর সাথে গোয়ালিয়র-চাম্বল অঞ্চলে সফরের সময়, মধ্যপ্রদেশের কংগ্রেসের সভাপতি জিতু পাটোয়ারী বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে তারা ১৫ টিরও বেশি আসন জিতবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন