১ জুন শেষ দফার নির্বাচন। ৩০ মে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। প্রচার শেষে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, তামিলনাড়ুর কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ যে শিলার উপর বসে ধ্যানমগ্ন হয়েছিলেন, সেই শিলার উপরে ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানে বসবেন মোদী। প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনায় আপত্তি জানালেন তামিলনাড়ুর কংগ্রেস এবং তৃণমূল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে যাওয়ার কথাও জানিয়েছে বিরোধী দুটি দল।
১ জুন শেষ দফার নির্বাচন। মোদীর কেন্দ্র বারাণসীতেও নির্বাচন সেদিনই। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোটের ৪৮ ঘন্টা আগে প্রচার শেষ করতে হয় সমস্ত রাজনৈতিক দলগুলিকে। সে হিসাবে আগামী ৩০ মে প্রচার শেষ হচ্ছে মোদীরও। তামিলনাড়ুর কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের অভিযোগ, ধ্যানের মাধ্যমে পরোক্ষভাবে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী। যার ফলে নির্বাচনী বিধিভঙ্গ হবে।
তামিলনাড়ুর কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাইয়ের দাবি, ''এটা পরিষ্কার যে, মোদী নির্বাচনের আগে ৪৮ ঘণ্টার নীরব সময়ে এমন ঘটনা ঘটিয়ে মিডিয়ার মাধ্যমে গোপনে প্রচার চালাতে চাইছেন। এই বিষয়ে আমরা একটি চিঠি পাঠাব কমিশনকে। প্রয়োজন হলে মহামান্য আদালতের দ্বারস্থও হব।''
একই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরের সভা থেকে মমতা বলেন, “লোকে যখন পুজো করে, তখন ক্যামেরার সামনে করে? উনি সমুদ্রের হাওয়া খেতে খেতে প্রচার চালাবেন। নির্বাচনের পরে এ ভাবে প্রচার করতে পারেন না। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যম তা দেখাতে পারে না। কারণ তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে।“
প্রসঙ্গত, ১৮৯২ সালে সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে আসেন স্বামী বিবেকানন্দ। সেখানে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে একটি শিলায় বসে তিনদিন ধ্যান করেন তিনি। এখানেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলন হয়েছে। মনে করা হয়, সেখানেই আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ। হিন্দু ধর্মে কথিত, যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী, সেখানেই রয়েছে ওই শিলা। ওই শিলার উপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে। সেই ‘ধ্যানমণ্ডপম' শিলায় ধ্যানে বসতে চলেছেন মোদী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন