আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়তে পারেন মহম্মদ শামি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হতে পারে ভারতের তারকা ক্রিকেটারকে।
লোকসভা নির্বাচনে ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকার মধ্যে বাংলার ২০ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখনও বাকি আছে ২২টি। ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়কে দলে নিয়েছে বঙ্গ বিজেপি। তাঁদেরকে সম্ভবত লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন তাঁরা। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিজেপির টিকিটে নির্বাচনে লড়বেন মহম্মদ শামি।
বর্তমানে চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে রয়েছেন শামি। বিশ্বকাপে সকল ভারতীয়র মন জয় করেছিলেন বাংলার হয়ে রঞ্জি খেলা শামি। উত্তরপ্রদেশে বাড়ি হলেও বাংলার সাথে শামির আলাদাই সম্পর্ক আছে। সেই সুযোগটাকে হাতিয়ার করতে চাইছে বিজেপি।
সম্প্রতি সন্দেশখালি ইস্যু নিয়ে চাপে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সেখানকার সাংসদ নুসরত জাহানকে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ করতে কিন্তু সন্দেশখালি নিয়ে বিশেষ কিছু প্রতিক্রিয়া দেননি। স্থানীয় বাসিন্দারা এমনকি তৃণমূল কংগ্রেসের একাংশ নুসরতকে দ্বিতীয়বারের জন্য সাংসদ হিসেবে চান না। যা বিজেপির কাছে আরও সুযোগ এনে দিয়েছে তৃণমূলকে চাপে ফেলার। নির্বাচনী 'ট্রাম্প কার্ড' হিসেবে শামিকেই বেচে নিতে চাইছে গেরুয়া শিবির। তবে এ বিষয়ে শামি বা বিজেপির পক্ষ থেকে চূড়ান্ত কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, বিশ্বকাপে ভারত হেরে যাওয়ার পর শামিকে নিজের হাতে ধরে সান্ত্বনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় থেকেই জল্পনা চলছে বিজেপির হয়ে লড়বেন শামি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন