মধ্যপ্রদেশে শেষ হলো শিবরাজ সিং চৌহানের রাজত্ব। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের নাম ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। তিনি শিবরাজ মন্ত্রিসভার উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন।
সোমবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন গেরুয়া শিবিরের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজ্যসভার সাংসদ কে লক্ষ্মণ, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। দীর্ঘ আলোচনার পর তাঁরাই মোহন যাদবের নামে সিলমোহর দেন। এছাড়া বিদায়ী অর্থমন্ত্রী জগদীশ দেওড়া এবং বিদায়ী জনসংযোগমন্ত্রী রাজেন্দ্র শুক্লা এই দুজনকে উপমুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গত ৩ ডিসেম্বরে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তাতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিজেপি। এবারের নির্বাচনে কোনো মুখ্যমন্ত্রী মুখ সামনে রেখে মধ্যপ্রদেশে প্রচার চালায়নি বিজেপি। একটাই মুখ ছিল সেটা হলো নরেন্দ্র মোদী। তাতেই বাজিমাত গেরুয়া শিবিরের।
মধ্যপ্রদেশের উজ্বয়িনী থেকে বিধানসভা নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহন যাদব। তিনি ১২ হাজার ৯৪১ ভোটে জয়ী হন। তবে তাঁকে যে মুখ্যমন্ত্রী করা হবে এটা কেউ ভাবতে পারেননি। তিনি উজ্বয়িনীর ৩ বারের বিধায়ক। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মোহন যাদব বলেন, "আমি সাধারণ একজন পার্টি কর্মী। আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার জন্য দলের কাছে আমি কৃতজ্ঞ।"
উল্লেখ্য, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী পদের জন্য এগিয়ে থাকলেও তাঁর থেকে একটু দূরত্ব বজায় রেখেছিল দল। তৃতীয় দফার প্রার্থীতালিকায় তাঁর নাম প্রকাশ করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচনে জয়ী হয়ে মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ বলেছিলেন, দল যাঁকে মুখ্যমন্ত্রী করবে তিনি তাঁকেই স্বাগত জানাবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন