Lok Sabha Polls 24: ইন্দোর কেন্দ্রে ২ লক্ষের বেশি ভোট নোটায়

People's Reporter: নির্বাচন কমিশনের খবর অনুযায়ী, ইন্দোরের বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি ১০ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
ইন্দোরে নোটায় ভোট পড়ল ২ লক্ষেরও বেশি
ইন্দোরে নোটায় ভোট পড়ল ২ লক্ষেরও বেশিছবি - সংগৃহীত
Published on

অষ্টাদশ লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ইন্দোরে নজির গড়ল নোটায় ভোট। দুপুর ২ টো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইন্দোরে নোটায় ভোট পড়েছে ২ লক্ষেরও বেশি। ওই কেন্দ্রে এখনও পর্যন্ত লিড করছে বিজেপি। আর বিজেপির পরে সবথেকে বেশি ভোট পড়েছে নোটাতে।

নির্বাচন কমিশনের খবর অনুযায়ী, ইন্দোরের বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি ১০ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছে। আর নোটাতে ভোট পড়েছে ২ লক্ষ ১৮ হাজার ৩৫৫। ওই কেন্দ্রে এখনও পর্যন্ত বিএসপি প্রার্থী পিছিয়ে ১০ লক্ষের বেশি ভোটে। এবারের ভোটে সম্ভবত এটাই সবথেকে বেশি ব্যবধান হতে চলেছে।  

উল্লেখ্য, শেষ মুহুর্তে ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এরপর বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, কংগ্রেস নাকি এলাকার মানুষকে প্রভাবিত করেছিল নোটাতে ভোট দেওয়ার জন্য।

বিকেল সাড়ে ৩ টে পর্যন্ত মধ্যপ্রদেশের ২৯টি আসনেই এগিয়ে বিজেপি। 

ইন্দোরে নোটায় ভোট পড়ল ২ লক্ষেরও বেশি
Lok Sabha Polls 24: আমেঠিতে ৭৫ হাজার ভোটে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি
ইন্দোরে নোটায় ভোট পড়ল ২ লক্ষেরও বেশি
Akhilesh Yadav: ‘বিরোধী কর্মীদের গৃহবন্দী করে রাখা হচ্ছে’, CCTV ফুটেজ পেশ করে অভিযোগ অখিলেশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in