Telangana Election 2023: নির্বাচনের আগে তেলেঙ্গানায় বাজেয়াপ্ত ২৪০ কোটির টাকার বেআইনি সামগ্রী

People's Reporter: শুধুমাত্র বৃহস্পতিবারই তেলাঙ্গানা জুড়ে বাজেয়াপ্ত হয়েছে ৮৩ কেজি সোনা, ২১২কেজি রুপো এবং ১১২ ক্যারেট হীরে বাজেয়াপ্ত হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি টাকা।
Telangana Election 2023: নির্বাচনের আগে তেলেঙ্গানায় বাজেয়াপ্ত ২৪০ কোটির টাকার বেআইনি সামগ্রী
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে গত ১০-১১ দিনের তল্লাশিতে তেলেঙ্গানা থেকে মোট ২৪৩ কোটি টাকার সোনা, রুপো এবং হীরে বাজেয়াপ্ত হয়েছে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

শুধুমাত্র গত সপ্তাহে বৃহস্পতিবারই তেলাঙ্গানা জুড়ে বাজেয়াপ্ত হয়েছে ৮৩ কেজি সোনা, ২১২কেজি রুপো এবং ১১২ ক্যারেট হীরে। এগুলির বাজার মূল্য প্রায় ৫৭ কোটি টাকা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, ওই সমস্ত জিনিসের কোনো বৈধ কাগজ কেউ দেখাতে পারেনি তাই বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া সাইবেরাবাদ থেকে ৬৯ কেজি সোনা, রাজেন্দ্রনগর থেকে ৩৮ কেজি সোনা, গাছিবৌলি থেকে ১৫ কেজি সোনা আগে বাজেয়াপ্ত করা হয়েছিল। পাশাপাশি ১০ কোটি নগদ টাকাও উদ্ধার হয়েছিল।

প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সকলকে ৫০,০০০ টাকার বেশি নগদ নিয়ে ঘুরতে নিষেধ করা হয়েছে। যদি কারুর কাছে ৫০ হাজারের অধিক টাকা পাওয়া যায় তাহলে বৈধ নথি দেখাতে হবে নয়তো তা বাজেয়াপ্ত করা হবে। সোনা, রুপো এবং হীরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

অন্যদিকে, রাজস্থানে বুধবার পর্যন্ত ১০৫ কোটি টাকার বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট সংস্থা। এখনও নির্বাচনের অনেক দিন বাকি। ফলে আরও বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত হতে পারে বলে মনে কর হচ্ছে।

উল্লেখ্য, এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভা এবার দখল করতে পারে কংগ্রেস। হাত শিবিরের ঝুলিতে যেতে পারে ৪৮ থেকে ৬০টি আসন। ক্ষমতাসীন বিআরএসের দখলে যেতে পারে ৪৩ থেকে ৫৫ টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৫ থেকে ১১ টি আসন।

Telangana Election 2023: নির্বাচনের আগে তেলেঙ্গানায় বাজেয়াপ্ত ২৪০ কোটির টাকার বেআইনি সামগ্রী
Madhya Pradesh Polls: মধ্যপ্রদেশে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা, দাতিয়া কেন্দ্রে প্রার্থীবদল
Telangana Election 2023: নির্বাচনের আগে তেলেঙ্গানায় বাজেয়াপ্ত ২৪০ কোটির টাকার বেআইনি সামগ্রী
Rajasthan Election 2023: নতুন রেকর্ড! ৮ দিনে ১০৫ কোটি টাকার বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in