লোকসভা নির্বাচনের আগে ফের ধাক্কা 'ইন্ডিয়া মঞ্চে'র জন্য। এবার একলা চলোর ডাক দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। ফলে জম্মু ও কাশ্মীরে এক জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই কার্যত হবে না।
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই ধাক্কা আসছে 'ইন্ডিয়া মঞ্চ'-র ওপর। এবার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সাথে জোট করবেন না বলেই জানালেন ফারুক আব্দুল্লাহ। তিনি বলেন, "যদি আসন সমঝোতার প্রশ্ন ওঠে তাহলে আমি অন্য কোনও দলের সাথেই জোট করতে রাজি নই। আমি একক শক্তিতেই নির্বাচনে লড়াই করতে ইচ্ছুক। এই নিয়ে দ্বিমত থাকার প্রশ্নই ওঠে না"।
এর আগে ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে সমর্থন জানিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের ঐক্য এবং অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। এমনকি এক সমাজমাধ্যমে তিনি মন্তব্য করেছিলেন, আমাদের যদি দেশকে বাঁচাতে হয় তাহলে সমস্ত বিরোধ ভুলে গিয়ে এক জোট হয়ে লড়তে হবে।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজ নিজ রাজ্যে একলা চলো নীতির ডাক দেন। তাঁদের দু'জনেরই মূল নিশানা ছিল কংগ্রেস। বিহারে নীতিশ কুমারও ইন্ডিয়া থেকে এনডিএ-তে ফিরে গেছেন। ফলে দিন দিন যে ইন্ডিয়া মঞ্চে জটিলতা বাড়ছে তা স্পষ্ট হচ্ছে। যদিও কংগ্রেসের দাবি এইসব ঘটনায় ইন্ডিয়া মঞ্চে কোনও প্রভাব পড়বে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন