রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন আইপিএস বিবেক সহায়। রাজীব কুমারকে সরানোর কয়েক ঘন্টার মধ্যেই রদবদল। অন্যদিকে, রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তি দফতরে। অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কাজ করবেন তিনি।
রাজীব কুমারকে সড়ানোর পর বিকাল ৫ টার মধ্যে নয়া নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই মতো রাজ্যের তরফ থেকে আইপিএস বিবেক সহায়, আইপিএস সঞ্জয় মুখোপাধ্য়ায় ও আইপিএস রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল। জানা গেছে, তালিকায় প্রথমেই ছিল বিবেক সহায়ের নাম। রাজ্য সরকারের তরফ থেকে কার কার নাম ডিজি পদের জন্য পাঠানো হয়েছল, তা উল্লেখ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে।
১৯৮৮ সালের ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়। একসময় তিনি মুখ্যমন্ত্রীর ডিরেক্টর অব সিকিউরিটি পদে ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন