বিজেপির সাথে খুশি নন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার! লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই বিহারের রাজনীতিতে ফের বড় চমক অপেক্ষা করছে! বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেন, "আমি কয়েকদিন আগেই সকলকে বলেছিলাম বিহার সরকার ঠিক করে চলছে না। যখন থেকে ভবিষ্যদ্বাণী করেছিলাম যে চাচা (নীতিশ কুমার) লোকসভা নির্বাচনের পর বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। তারপর থেকেই তিনি প্রচারে বেরোননি। বিজেপির সাথে খুশি নন নীতিশ কুমার"।
তেজস্বী আরও বলেন, "আমি আরও জানতে পেরেছি যে রাজ্যপালই সকল আধিকারিকদের সাথে বৈঠক করছেন এবং নির্দেশ জারি করছেন। নির্বাচনে বিজেপি জেডিইউ একসাথে লড়ার কথা বললেও পরে দেখা যায় শুধুমাত্র নিজেদের আসনগুলিতেই গুরুত্ব দিয়েছে। এই সব কিছু দেখে মনে হচ্ছে নির্বাচনের ফলপ্রকাশের পর সকলে বড় ঘটনার সাক্ষী হতে চলেছেন"।
পাশাপশি ইন্ডিয়া মঞ্চের জয়ের জন্যও আত্মবিশ্বাসী তেজস্বী যাদব। তিনি বলেন, 'ইন্ডিয়া ব্লক দুর্দান্ত জয়ের দিকে এগোচ্ছে। ৩০০-র বেশি আসন জিততে পারে এই মঞ্চ। প্রধানমন্ত্রী মোদী তাঁর তিন প্রিয়জন - দারিদ্র্য, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের কাছে পরাজিত হবেন'।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে আরজেডি-র হাত ছেড়ে এনডিএ-তে যোগ দেন নীতিশ কুমার। বিজেপির সাথে সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সাথে হাত মিলিয়েই লড়াই করছে তাঁর জেডিইউ। এই নিয়ে এক দশকে পাঁচবার শিবির বদল করেন তিনি। শিবির বদলের পর নীতিশ বলেছিলেন, "আমি আবার পুরনো জায়গায় ফিরে এসেছি। এটাই শেষ। আর কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন