Lok Sabha Polls 24: শুধু উত্তরপ্রদেশ নয়, এই ৩ রাজ্যেও এনডিএ-র আসন কমিয়ে চমক 'ইন্ডিয়া'র

People's Reporter: লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই বিজেপি ৩৭০ পার এবং এনডিএ ৪০০ পারের স্লোগান দিয়েছিলেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা।
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদীছবি - সংগৃহীত
Published on

২০২৪ লোকসভা নির্বাচনে ৪০০ পারের টার্গেট নিয়ে ৩০০-ও ছুঁতে পারেনি এনডিএ। অন্যদিকে 'ইন্ডিয়া' জোট ম্যাজিক ফিগার না ছুঁলেও এনডিএকে সরকার গড়া নিয়ে জোর টক্কর দিচ্ছে। ইন্ডিয়ার এই ভালো ফলাফলের জন্য উত্তরপ্রদেশের পাশাপাশি রাজস্থান, হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভূমিকা অন্যতম।

লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই বিজেপি ৩৭০ পার এবং এনডিএ-র ৪০০ পারের স্লোগান দিয়েছিলেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। কিন্তু বাস্তবে তা হয়নি। ৩০০-র গণ্ডিও টপকাতে পারেনি এনডিএ। ২৯৩ আসনে থামতে হয়েছে এনডিএ জোটকে। ২০১৪ এবং ২০১৯ পর পর দুই লোকসভাতেই হরিয়ানাতে ভালো ফল করেছিল বিজেপি। কিন্তু ২০২৪-এ সেখানে 'মোদী ম্যাজিক' কাজ করেনি।

২০১৪ সালে ১০টি আসনের মধ্যে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি। এর মধ্যে ৭টিতে জিতেছিল তারা। ২০১৯ সালে সবক'টি আসনই যায় গেরুয়া শিবিরের দখলে। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে এক ধাক্কায় ৫টি আসন কমে গেলো বিজেপির। বাকি ৫ আসন গেল কংগ্রেসের দখলে। প্রায় ৪৪ শতাংশ ভোট পেয়েছে হাত শিবির।

বিশেষজ্ঞদের মতে দিল্লিতে হওয়া কৃষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হরিয়ানার কৃষকরা। পাশাপাশি এই রাজ্যে জাঠ ভোটব্যাঙ্কও একটি ফ্যাক্টর ছিল। মূলত জাঠ ভোট বিজেপির বিরুদ্ধে পড়ায় কংগ্রেস বাড়তি সুবিধা পেয়েছে।

৪৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্রেও ম্যাজিক দেখালো 'ইন্ডিয়া'। বিগত বছরগুলিতে মহারাষ্ট্রের রাজনীতিতে একের পর এক নাটক দেখেছে গোটা দেশ। গত লোকসভায় বিজেপি পেয়েছিল ২৩টি আসন। শিবসেনা পেয়েছিল ১৮টি, এনসিপি ৪টি, কংগ্রেস ১টি, মিম ১টি এবং নির্দল পেয়েছিল ১টি আসন। এই লোকসভায় কংগ্রেস পেয়েছে ১৩টি, শিবসেনা (উদ্ধব) ৯টি, এনসিপি (শরদ পাওয়ার) ৮টি আসন পেয়েছে। অন্যদিকে, বিজেপি ৯টি আসন, শিবসেনা (শিন্ডে) ৭টি এবং এনসিপি (অজিত) ১টি আসনে এবং অন্যান্যরা ১টি আসনে জয়ী হয়েছেন।

রাজস্থানের ছবিটাও কার্যত এক। ২০১৪ সালে ২৫টি আসনের মধ্যে ২৫টিই এবং ২০১৯ সালে ২৪টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪তে। কংগ্রেস জিতেছে ৮টি, আরএলপি জিতেছে ১টি সিপিআইএম পেয়েছে ১টি এবং অন্যান্যরা জয়লাভ করে ১টি আসনে। ফলে মরু রাজ্যের মানুষও যে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটাও স্পষ্ট।

নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: নাইডু-নীতিশই কি কিংমেকার? দুই রাজনীতিকের অতীত ইতিহাস ভাবাচ্ছে বিশ্লেষকদের
নরেন্দ্র মোদী
Lok Sabha Polls 24: উত্তরপ্রদেশে জোর ধাক্কা বিজেপির! মোদী-যোগীর শীতল সম্পর্কই কি দায়ী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in