কর্ণাটকের নির্বাচনী ফলাফল সামনে আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)।
শনিবার, সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, ‘প্রথমে আমরা হিমাচলপ্রদেশে জিতেছিলাম, এবার আমরা কর্ণাটকে জিতলাম। ওরা বলে কংগ্রেস মুক্ত ভারতের কথা। এখন দেখা যাচ্ছে দক্ষিণ ভারত বিজেপি মুক্ত।’
'কংগ্রেস মুক্ত ভারত' গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সভায় তিনি বলেন, ‘কংগ্রেস মুক্ত ভারতের ডাক কেবলই একটা স্লোগান নয়, এটা দেশবাসীর সংকল্প।’ এবার, কর্ণাটকে নির্বাচনী ফলাফল সামনে আসতেই নাম না নিয়ে মোদী'র স্বপ্নকে কটাক্ষ করেছে কংগ্রেস। কেননা, দক্ষিণ ভারতের মধ্যে একমাত্র রাজ্য কর্ণাটকেই ক্ষমতায় ছিল বিজেপি। তা হাতছাড়া হওয়ায় নরেন্দ্র মোদীকে বিঁধেছেন ভূপেশ বাঘেল।
শনিবার, কংগ্রেসের দখলে ১৩৬ টি আসন আসতেই হার স্বীকার করে নিয়েছেন কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বেঙ্গালুরুতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীরা অনেক চেষ্টা করেছেন, তা সত্ত্বেও কোনও ছাপ ফেলতে পারিনি। পূর্ণাঙ্গ ফলাফল আসার পরেই, বিষয়টি নিয়ে আমরা বিশ্লেষণ করব।‘
এদিকে, কর্ণাটকে কংগ্রেসের এই ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘কর্ণাটক সাম্প্রদায়িক রাজনীতির বিপরীতে উন্নয়নের রাজনীতি বেছে নিয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড বলছে, কংগ্রেস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।’
একইসঙ্গে, হিন্দিতে এক টুইট বার্তায় তিনি দাবি করেন, ‘রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনেও এই ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে।’ প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকে এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন, কর্ণাটকে কংগ্রেসের নির্বাচনী সফলতার জন্য রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র ভূয়সী প্রশংসা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা' চলাকালীন কর্ণাটকে যে পরিবেশ দৃশ্যমান ছিল, তা নির্বাচনী ফলাফলে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন