Odisha Assembly Polls 24: ওড়িশা বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর হার ৩২%, শীর্ষে বিজেডি

People's Reporter: হলফনামা অনুসারে প্রাক্তন কেন্দ্রীয় কয়লামন্ত্রী দিলীপ রায় সবথেকে বেশি সম্পদের অধিকারী। রাউরকেল্লা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ রায়ের মোট সম্পদের পরিমাণ ৩১৩.৫৩ কোটি।
ওড়িশা বিধানসভা
ওড়িশা বিধানসভা ছবি ওড়িশা অ্যাসেম্বলি ডট নিক ডট ইন থেকে সংগৃহীত
Published on

ওড়িশার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় কোটিপতিদের ছড়াছড়ি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর তথ্য অনুসারে ওড়িশার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১২ জন কোটিপতি প্রার্থী। গত ১৩ মে থেকে ওড়িশার বিধানসভা নির্বাচন পর্ব শুরু হয়েছে। যা শেষ হবে আগামী ১ জুন। ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং ওড়িশা ইলেকশন ওয়াচ ওড়িশার মোট ১২৮৫ জন প্রার্থীর মধ্যে ১২৮৩ জনের হলফনামা পরীক্ষা করে দেখার পর এই তথ্য জানিয়েছে। ওড়িশা বিধানসভার মোট আসন সংখ্যা ১৪৭।

ওড়িশা বিধানসভা নির্বাচনের যে ১২৮৩ জন প্রার্থীর তথ্য যাচাই করা হয়েছে তার মধ্যে ৪১২ জন বা ৩২ শতাংশ কোটিপতি বলে জানিয়েছে এডিআর। ২০১৯-এর ওড়িশা বিধানসভা নির্বাচনের সময় মোট ১১২১ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ছিল ৩০৪ বা ২৭ শতাংশ।

এডিআর জানিয়েছে বিজেডির ১২৮ জন, বিজেপির ৯৬ জন, কংগ্রেসের ১১ জন এবং আপ-এর ১১ জন প্রার্থীর ঘোষিত সম্পদের পরিমাণ ১ কোটি টাকার বেশি।

এবারের ওড়িশা বিধানসভা নির্বাচনে প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ২.৮৯ কোটি টাকা। ২০১৯-এ যা ছিল ১.৬৯ কোটি টাকা।

হলফনামা অনুসারে প্রাক্তন কেন্দ্রীয় কয়লামন্ত্রী দিলীপ রায় সবথেকে বেশি সম্পদের অধিকারী। রাউরকেল্লা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ রায়ের মোট সম্পদের পরিমাণ ৩১৩.৫৩ কোটি। এরপরেই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিজেডির সনাতন মহাকুদ। যার সম্পদের পরিমাণ ২২৭.৬৭ কোটি। তিনি চাম্পুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বিজেডির প্রার্থী সুবাসিনী জেনা। যার সম্পদের পরিমাণ ১৩৫.১৭ কোটি টাকা। তিনি বাস্তা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওই রিপোর্টেই জানানো হয়েছে, ওড়িশা বিধানসভা নির্বাচনের পাঁচ জন প্রার্থীর মোট সম্পদের পরিমাণ শূন্য। এঁরা হলেন নির্দল প্রার্থী রমেশ কুমার মহানন্দ, সোহন সিকপা, সঞ্জয় কুমার দাস, বিএসপি প্রার্থী পূর্ণ চন্দ্র মাঝি এবং আম্বেদকারাইট পার্টি অফ ইন্ডিয়ার গোপাল কৃষ্ণা মহান্তি।

এবারের ওড়িশা বিধানসভা নির্বাচনে ১০৩ জন বিধায়ক পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ৭৪ জন বিজেডি থেকে, ২১ জন বিজেপি থেকে, ৫ জন কংগ্রেস থেকে, সিপিআইএম থেকে ১ জন এবং ২ জন নির্দল।

ওড়িশায় যে ১২৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে ৩৪৮ জনের বিরুদ্ধে বা ২৭ শতাংশের বিরুদ্ধে অপরাধমূলক মামলা আছে। ২০১৯-এ এই হার ছিল ৩০ শতাংশ। এছাড়াও ২৯২ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগে মামলা আছে।

ওড়িশার মোট ১২৮৩ জন প্রার্থীর মধ্যে ৬৫২ জন স্নাতক অথবা স্নাতকোত্তর। ৫৬৬ জন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পাশ। ৫১ জন ডিপ্লোমা প্রাপ্ত, ১২ জন শুধুমাত্র সাক্ষর এবং ২ জন নিরক্ষর।

ওড়িশা বিধানসভা নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা ১৭৮ বা ১৪ শতাংশ। ২০১৯ সালের নির্বাচনে এই সংখ্যা ছিল ১১২ এবং শতাংশের হার ছিল ১০।

ওড়িশা বিধানসভা
Mamata Banerjee: ১ জুন 'ইন্ডিয়া' জোটের বৈঠকে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়
ওড়িশা বিধানসভা
I-N-D-I-A: ভোটগ্রহণ পর্বের শেষ দিনেই খাড়গের সভাপতিত্বে বিরোধী ইন্ডিয়া মঞ্চের বৈঠক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in